ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
‘রোনালদো ঈশ্বর প্রদত্ত ফুটবলার, আজও নতুন রেকর্ড হবে’
Published : Sunday, 27 June, 2021 at 7:16 PM
‘রোনালদো ঈশ্বর প্রদত্ত ফুটবলার, আজও নতুন রেকর্ড হবে’ক্রিস্তিয়ানো রোনালদো-যার পায়ের জাদুতে মোহিত পুরো ফুটবল বিশ্ব। বয়স ৩৬ বছর হয়ে গেলেও এগিয়ে চলেছেন দুর্বার গতিতে। ভেঙে দিচ্ছেন একের পর এক রেকর্ড। এই তো ইউরো চ্যাম্পিয়নশিপেই হয়ে গেলো তার একাধিক কীর্তি। বিশ্বকাপ ও ইউরো মিলিয়ে সর্বোচ্চ ২০টি গোল তার দখলে। আর আন্তর্জাতিক ফুটবলে ১০৯ গোল করে ছুঁয়েছেন সর্বোচ্চ গোলের রেকর্ডধারী ইরানের আলী দাইয়িকে।

এমন ফুটবলার পেয়ে স্বাভাবিকভাবেই ধন্য ধন্য করছে পর্তুগালবাসী। আবাহনী লিমিটেডের তরুণ কোচ মারিও লেমস তো আগে থেকেই রোনালদো ভক্ত। পর্তুগাল অধিনায়কের একের পর এক কীর্তি দেখে লেমসের অভিমত, ‘রোনালদো আসলে ঈশ্বর প্রদত্ত ফুটবলার! যার সঙ্গে অন্যদের কোনও মিল নেই। ওর শারীরিক গঠন কিংবা স্ট্রেন্থ কিংবা স্ট্যামিনা অন্যদের চেয়ে আলাদা। এমন ফুটবলার বিশ্বে কমই আছে।’

৩৬ বছরে রোনালদোর এমন পারফরম্যান্স দেখে লেমস নিজেও অবাক। ম্যানইউ, রিয়াল মাদ্রিদ হয়ে জুভেন্টাসে সাবলীল গতিতে খেলে যাওয়া ৫ বারের ব্যালন ডি ও’র জয়ী সম্পর্কে লেমস আরও বলেছেন, ‘তিনি ক্লাবের পাশাপাশি জাতীয় দলেও ধারাবাহিকভাবে খেলে যাচ্ছেন। এমনটি সবাই পারে না। বয়স তার কাছে শুধুই সংখ্যা। আমরা তাকে নিয়ে গর্ব অনুভব করি।’

ইউরোতে গ্রুপ পর্বে ফ্রান্সের সঙ্গে ২-২ গোলে ড্র করা ম্যাচে রোনালদো আগের সব কীর্তিকে ছাড়িয়ে গেছেন্। ১০৯ গোল করে আলী দাইয়ির রেকর্ডে ভাগ বসিয়েছেন। হয়েছেন বিশ্বকাপ ও ইউরোতে এককভাবে সর্বোচ্চ গোলদাতাও। আজ রবিবার শেষ আটের লড়াইয়ে বেলজিয়ামের বিপক্ষে গোল পেলেই আরও একটি বিরল রেকর্ড গড়বেন তিনি। তখন আলী দাইয়িকে ছাপিয়ে এককভাবে আন্তর্জাতিক ম্যাচে সর্বোচ্চ গোলদাতা হয়ে যাবেন রোনালদোই।

তাই লেমস খুব করে চাইছেন রবিবার রোনালদো গোলের ধারাবাহিকতায় থাকুক, ‘আমার দৃঢ় বিশ্বাস আজ  রোনালদো আবার গোল পাবেন। সুযোগ পেলে গোল করার যে সামর্থ্য তার আছে, সেটি তিনি প্রমাণ করে যাচ্ছেন। গোল পেলেই তখন নতুন রেকর্ডের অধিকারী হবেন। আমরা পর্তুগালবাসী সেটাই চাই। রোনালদোর অজস্র ভক্তরা নিশ্চয়ই আমাদের মতোই সেটাই চাইছেন।’

পর্তুগাল ইউরো চ্যাম্পিয়নশিপে বর্তমান চ্যাম্পিয়ন। লেমস মনে করছেন, ‘রোনালদো’ মানের একাধিক খেলোয়াড় দলে থাকলে পর্তুগাল বিশ্বকাপেও চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ পেতো। তার পরেও একজন রোনালদোই সবাইকে ছাড়িয়ে গেছেন নানানভাবে। ভাঙছেন একের পর এক রেকর্ড। দল বিশ্বকাপ না জিতলেও সমর্থকদের কাছে আজীবন গর্ব করার মতো এক ফুটবল-ব্যক্তিত্ব হয়ে গেছেন সিআর সেভেন!