ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
মহেশপুর সীমান্তে ২ অনুপ্রবেশকারী আটক
Published : Sunday, 27 June, 2021 at 7:33 PM
মহেশপুর সীমান্তে ২ অনুপ্রবেশকারী আটকমহেশপুর পলিয়ানপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে প্রবেশকালে ২জনকে আটক করে ৫৮ বিজিবি। রবিবার ভোরে তাদের আটক করা হয়।

জানা যায়, ৫৮ বিজিবির অধিনস্ত পলিয়ানপুর বিওপির টহল দল অভিযান শুরু করে। এসময় সীমান্তের পলিয়ানপুর গ্রামের একটি মেহগুনি বাগানের ভিতর থেকে ঝিটকিপোতা গ্রামের আবু তালেব মন্ডলের স্ত্রী হালিমা খাতুন (৪০) ও ছেলে আব্দুল আজিজ মন্ডলকে (২২) আটক করে। 

আটককৃতদেরকে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে। মহেশপুর থানার ওসি সাইফুল ইসলাম জানান, উপজেলা প্রশাসনের তত্বাবধায়নে আটককৃতদেরকে মহেশপুর মহিলা কলেজে ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।