ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
খুলনার হাসপাতালে আরও মৃত্যু ১১
Published : Monday, 28 June, 2021 at 1:33 PM
খুলনার হাসপাতালে আরও মৃত্যু ১১খুলনার সরকারি-বেসরকারি দুই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (২৮ জুন) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ১১ জন করোনা আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে। এদের মধ্যে ছয় জনই খুলনার। আর বাগেরহাটের দুই জন এবং নড়াইল-সাতক্ষীরা ও গোপালগঞ্জের একজন করে মারা গেছেন।

খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. সুহাস রঞ্জন হালদার জানান, হাসপাতালে সকাল ৮টা পর্যন্ত ১৬৯ জন ভর্তি রয়েছেন। নতুন ভর্তি ৪৪ জন। ছাড়পত্র নিয়েছেন ৩৪ জন। মারা গেছেন ছয় জন।

অন্যদিকে গাজী মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ডা. গাজী মিজানুর রহমান জানান, হাসপাতালে সকাল সাড়ে ৮টা পর্যন্ত ৯৮ জন ভর্তি রয়েছেন। নতুন ভর্তি ২৬ জন। ছাড়পত্র নিয়েছেন ১৩ জন। মারা গেছেন পাঁচ জন।

এছাড়া খুলনা ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল করোনা ইউনিটে কোনও মৃত্যু নেই। মুখপাত্র ডা. কাজী আবু রাশেদ জানান, সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হয়েছেন ৯ রোগী। ছাড়পত্র নিয়েছেন ১০ জন। বর্তমানে ভর্তি আছেন ৬৭ রোগী। পুরুষ ৩৩ ও মহিলা ৩৪।

খুলনা মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবে ১৮৪ জনের করোনা শনাক্ত হয়েছে। যা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৩৯.৬৫ শতাংশ। এর আগে শনিবার খুমেক ল্যাবে শনাক্তের হার ছিল ৫০ শতাংশ, শুক্রবার ছিল ৩৭.৯০ শতাংশ, বৃহস্পতিবার ছিল ৫১.৫৫ শতাংশ, বুধবার ছিল ৩৪ শতাংশ, মঙ্গলবার ছিল ৪০ শতাংশ, আর সোমবার এই হার ছিল ৩১ শতাংশ।

খুলনা মেডিক্যাল কলেজের উপাধ্যক্ষ ডা. মেহেদী নেওয়াজ জানান, খুমেকের পিসিআর মেশিনে মোট ৪৬৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১৮৪ জনের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। এর মধ্যে খুলনার ৩৩০ জনের নমুনা পরীক্ষায় নতুন করে ১৩২ জনের করোনা শনাক্ত হয়েছে। এছাড়া বাগেরহাটে ৪০ জন, যশোর-সাতক্ষীরা ও গোপালগঞ্জের তিন জন করে, নড়াইল-পিরোজপুর ও ঢাকার একজন করে রোগী রয়েছেন।