কিছুদিন আগেই সরকারিভাবে বিটকয়েন গ্রহণ করার ঘোষণা দিয়েছে মধ্য আমেরিকার দেশ এল সালভাদর। নিজস্ব ক্রিপ্টোকারেন্সি আনার বিষয়ে ভাবছে নাইজেরিয়া। এদিকে চীন, ইরান এবং ভারত এখন পর্যন্ত এর বিরুদ্ধে অবস্থান নিয়ে আছে। এরই মধ্যে এই বিতর্কে নাম লেখালেন মেক্সিকোর বিলিয়নেয়ার রিকার্ডো সালিনাস।মেক্সিকোর তৃতীয় শীর্ষ ধনী রিকার্ডো সালিনাস প্লিগো রোববার বলেছেন যে তার ব্যাংকিং ব্যবসা বিটকয়েন ব্যবহার শুরু করতে পারে। সে ক্ষেত্রে এটিই হবে ক্রিপ্টোকারেন্সি গ্রহণ করা মেক্সিকোর প্রথম ব্যাংক।
ফোর্বস সাময়িকী অনুসারে সালিনাসের সম্পদ আনুমানিক ১৫.৮ বিলিয়ন ডলার। তিনি 'ব্যাঙ্কো আজটেকা'র মালিক।
সালিনাস গত বছর বলেছিলেন যে তার নগত অর্থের শতকরা প্রায় ১০ ভাগ বিটকয়েনে বিনিয়োগ করা আছে। রোববার তিনি বলেন, সকল বিনিয়োগকারীর উচিত ক্রিপ্টোকারেন্সি এবং এর ভবিষ্যৎ নিয়ে পড়াশোনা করা।
সালিনাস এক টুইটবার্তায় বলেন, "অবশ্যই, আমি #ইরঃপড়রহ ব্যবহারের সুপারিশ করছি এবং আমি এবং আমার ব্যাংক মেক্সিকোর প্রথম ব্যাংক হিসেবে #ইরঃপড়রহ গ্রহণ করার জন্য কাজ করছি।"
রোববার বিটকয়েনের মূল্য সাড়ে সাত শতাংশ বেড়ে প্রায় সাড়ে ৩৪ হাজার ডলারে পৌঁছেছে।