সিরাজগঞ্জের এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমানকে বদলি করা হয়েছে। তাকে জেলা পুলিশলাইনে যোগদানের নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। এদিকে থানার নতুন ওসি হিসেবে শাহজাদপুর থানার পরিদর্শক (তদন্ত) আনিসুর রহমান যোগদানের করতে যাচ্ছেন।
সোমবার (২৮ জুন) সকালে সিরাজগঞ্জের পুলিশ সুপার (এসপি) হাসিবুল আলম বিপিএম বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘নিয়মিত রুটিন ওয়ার্ক হিসেবেই তাকে বদলি করা হয়েছে।’
এনায়েতপুর থানার সদ্য বিদায়ী ওসি আতাউর রহমান বলেন, ‘নতুন কর্মস্থলে যোগ দিতে প্রস্তুতি নিচ্ছি।’
এনায়েতপুর থানা পুলিশের একটি সূত্র জানায়, ওসি আতাউর রহমান গত বছরের ৫ সেপ্টেম্বর এনায়েতপুর থানায় যোগ দেন। অভিযোগ রয়েছে, এরপর থেকে তিনি থানায় উপ-পরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আব্দুল বারিকে দিয়ে পুরো থানা নিয়ন্ত্রণ করতেন। মাঝেমধ্যেই অপরাধীদের নিয়ে থানায় আড্ডা বসতো। এ কারণে ক্ষোভ ছিল থানার অন্য পুলিশ সদস্যদের।
এছাড়া থানা চত্বরের মৌসুমী ফল ওসি নিজেই বেশি ভোগ করায় অসন্তোষ বিরাজ করছিল পুলিশ সদস্যদের মাঝে। এমতাঅবস্থায় ওসি আতাউর রহমানের আকস্মিক এ বদলি এসব ঘটনার জেরেই হতে পারে বলে মনে করছেন অনেকেই।