তেম্বা বাভুমা যুগে প্রথম টি-টোয়েন্টি জয়ের স্বাদ পেয়েছে দক্ষিণ আফ্রিকা। প্রথম ম্যাচ হেরে যাওয়ার পর দ্বিতীয় টি-টোয়েন্টিতে তারা ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছে ১৬ রানে। এই জয়ের পর ৫ ম্যাচের সিরিজে এখন ১-১ সমতায় দুই দল।
প্রথম ম্যাচে ১৬০ স্কোর করেও ক্যারিবীয়দের ঝড় রুখতে পারেনি প্রোটিয়া বোলাররা। তবে এই ম্যাচে স্বাগতিকরা দেখালো উল্টো রূপ! দক্ষিণ আফ্রিকা ৭ উইকেটে ১৬৬ রান তোলার পর ওয়েস্ট ইন্ডিজ করতে পেরেছে ১৫০ রান!
বিশেষ করে কাগিসো রাবাদা ইনিংসের প্রথম ও শেষ দিকে উইকেট নেওয়ার পাশাপাশি স্পিনার জর্জ লিন্ডে ও তাবারাইজ শামসি ক্যারিবীয়দের কাবু করতে পেরেছেন দ্রুতই। লিন্ডে ও শামসি ৮ ওভার বোলিং করে ৩৫ রান দিয়ে নেন তিনটি উইকেট। তাতে ৯ ওভারে ২ উইকেটে ৬২ রান করা ওয়েস্ট ইন্ডিজের স্কোর ১১ ওভারে দাঁড়ায় ৫ উইকেটে ৭০! সর্বোচ্চ্ স্কোরার ছিলেন ওপেনার আন্দ্রে ফ্লেচার। ৩৫ রান করেন তিনি ৩৬ বলে!
শেষ দিকে ফাবিয়ান অ্যালেন ক্যামিও ইনিংস খেললেও রান রেটের কাছে তা ছিল নগন্য। ১২ বলে ৩৪ রান করেন অ্যালেন। ফলে ৯ উইকেটে ওয়েস্ট ইন্ডিজ করতে পেরেছে ১৫০ রান।
রাবাদা ৩৭ রানে নিয়েছেন ৩টি উইকেট। দুটি নেন জর্জ লিন্ডে। একটি করে নিয়েছেন লুঙ্গি এনগিদি, আইনরিখ নর্কিয়া ও তাবারাইজ শামসি।
এর আগে দক্ষিণ আফ্রিকা টস হেরে ৭ উইকেটে সংগ্রহ করে ১৬৬ রান। ওপেনার রিজা হ্যান্ড্রিকস ৪২, কুইন্টন ডি কক ২৬ ও অধিনায়ক তেম্বা বাভুমার ৪৬ রানই এই স্কোর পেতে ভূমিকা রাখে।
ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৩টি উইকেট নেন বামহাতি মিডিয়াম পেসার ওবেড ম্যাকয়।