ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
এটি কোনো সাধারণ বিস্ফোরণ নয়: বিস্ফোরক অধিদপ্তর(ভিডিও)
Published : Monday, 28 June, 2021 at 1:57 PM
এটি কোনো সাধারণ বিস্ফোরণ নয়: বিস্ফোরক অধিদপ্তর(ভিডিও)রাজধানীর মগবাজারের ওয়্যারলেস গেট এলাকায় বিস্ফোরণস্থল পরিদর্শন করেছে বিস্ফোরক অধিদপ্তর।

সোমবার সকালে অধিদপ্তরের একটি দল ঘটনাস্থলে যায়। 

পরে সাংবাদিকদের বিস্ফোরক অধিদপ্তরের পরিদর্শক জানান, এটি কোনো সাধারণ বিস্ফোরণ নয়। ঘটনাস্থলে হাইড্রোকার্বনের উপস্থিতি মিলেছে। বিভিন্ন ধরনের গ্যাস জমে এ বিস্ফোরণ হতে পারে।

গতকাল রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ৭৯ নম্বর আউটার সার্কুলার রোডের পুরনো তিনতলা ভবনে বিস্ফোরণের বিকট শব্দে কেঁপে ওঠে পুরো এলাকা।

তিনতলা ভবনটির একাংশ ধসে পড়ে; আশপাশের ডজনখানেক ভবনের কাচ চৌচির হয়ে ভেঙে পড়ে। সড়কে থাকা দুটি বাসও ক্ষতিগ্রস্ত হয়।

বিস্ফোরণে এ পর্যন্ত সাতজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন নারী ও শিশু রয়েছে। এ ছাড়া হাসপাতালে চিকিৎসাধীন আছেন আরও অনেকেই।