ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ইংলিশদের কাছে হোয়াইটওয়াশ, ক্ষুব্ধ ভক্তরা ‘আনফলো’ করছেন ক্রিকেটারদের
Published : Monday, 28 June, 2021 at 3:19 PM
ইংলিশদের কাছে হোয়াইটওয়াশ, ক্ষুব্ধ ভক্তরা ‘আনফলো’ করছেন ক্রিকেটারদেরতিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে বড্ড বিবর্ণ দেখা গেছে শ্রীলঙ্কাকে। ইংল্যান্ডের বিপক্ষে ৩-০ তে হোয়াইটওয়াশটা লঙ্কান ভক্ত-সমর্থকরা গ্রহণ করতে পারছেন না কোনওভাবে। ক্ষোভ উগড়ে দিতে তারা বিশেষ ক্যাম্পেইনে নেমেছেন সোশ্যাল মিডিয়ায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে যার নাম দিয়েছেন হ্যাশট্যাগ (#) আনফলো ক্রিকেটারস। 

রবিবার থেকে ফেসবুকে চালু হয়েছে এই হ্যাশট্যাগ ক্যাম্পেইন। সহস্রাধিক ভক্ত এরই মধ্যে ফেসবুকে বয়কট করেছেন ভাইস ক্যাপ্টেন কুশল মেন্ডিস ও ওপেনার দানুশকা গুনাথিলাকাকে। এমন তথ্য জানাচ্ছে নিউজসেন্টার.এলকে।

সেখানে বলা হয়েছে, ‘এই ক্যাম্পেইনের বিশেষ উদ্দেশ্যই হচ্ছে লঙ্কান ক্রিকেটারদের ভেরিফায়েড ফেসবুক, ইন্সটাগ্রাম ও টুইটার অ্যাকাউন্ট থেকে আনফলো করা।’

শুধু ‘আনফলো’ মিশনই নয়, লঙ্কান ভক্তরা ব্যঙ্গাত্মক মিমও শেয়ার করছেন সোশ্যাল মিডিয়ায়। যেখানে বলা হচ্ছে, টিভিতে এই জাতীয় দলটিকে দেখার আর প্রয়োজন নেই।  

তিন ম্যাচের এই সিরিজে লঙ্কানরা পুরোপুরি ব্যর্থ ছিল। আর এই কারণে টুইটারে ক্ষোভ উগড়ে একজন বলেছেন, ‘ব্যর্থ এই ক্রিকেটারদের আনফলো করুন। সোশ্যাল মিডিয়ায় ওদের দিকে বাড়তি মনোযোগ দেওয়ার প্রয়োজন নেই।’

সিরিজে পারফরম্যান্সের পর অবশ্য সিনিয়র ক্রিকেটারদের কাছ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে লঙ্কান স্পোর্টস রিপোর্টার মানজুলা বাসনায়েকে বলেছেন, ‘আমি ১৯৯৩ সাল থেকে লঙ্কানদের ক্রিকেট ম্যাচ দেখছি। কিন্তু এবারের মতো এত দুর্বল শ্রীলঙ্কান দল দেখিনি।’