ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
এফসি ব্রাহ্মণবাড়িয়াকে ৬ গোল দিল বসুন্ধরা কিংস
Published : Tuesday, 29 June, 2021 at 12:00 AM
নারী ফুটবল লিগে তারকাবহুল বসুন্ধরা কিংসের জয়রথ চলছেই। আগের ম্যাচটি অদ্ভুত কারণে খেলা হয়নি। কিংস মেয়েরা মাঠে এসে দেখে তাদের প্রতিপ কাচিঝুলি স্পোর্টিং কাবের কেউ মাঠেই আসেনি! ওয়াকওভার থেকে কিংসদের ৩-০ গোলে বিজয়ী ঘোষণা করা হয়। কিন্তু না খেলে জয় পেতে কোনো ফুটবলারই চায় না। মেয়েরাও তাই খুশি ছিলেন না। অবশেষে কিংস কন্যাদের সেই দুঃখ ঘুচল।
আজ সোমবার কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে শিরোপা ধরে রাখার মিশনে থাকা সাবিনা-কৃষ্ণাদের বাহিনীর প্রতিপ ছিল এফসি ব্রাহ্মণবাড়িয়া। ম্যাচটিতে ৬-০ গোলে জিতে নিয়েছে কিংস কন্যারা। দুই অর্ধে এসেছে ৩টি করে গোল। দলের নামের পাশে যোগ হয়েছে আরও ৩ পয়েন্ট।
ম্যাচের ৬ষ্ঠ মিনিটেই এগিয়ে যায় বসুন্ধার কিংস। অধিনায় সাবিনা খাতুন দারুণ গোল করে দলকে এগিয়ে দেন। এরপর জোড়া গোল করেন কৃষ্ণা রানী সরকার। ম্যাচের ১৮ ও ২১ মিনিটে তার পা থেকে গোলদুটি আসে। এফসি ব্রাহ্মণবাড়িয়ার মেয়েরা আক্রমণ তো দূরের কথা, প্রতিরোধই গড়তে পারেনি। বিরতির পর সিরাত জাহান স্বপ্না ২টি আর সুলতানা ১টি গোল করে কিংসদের বড় বিজয় নিশ্চিত করেন।