ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
উইন্ডিজকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল দক্ষিণ আফ্রিকা
Published : Tuesday, 29 June, 2021 at 12:00 AM
দুর্দান্ত জয়ে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজজের বিপে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে ১-১ এ সমতা এনেছে দণি আফ্রিকা। রোববার দিবাগত রাতে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ১৬ রানে ক্যারিবীয়দের হারিয়েছে প্রোটিয়ারা।
গ্রেনেডার সেন্ট জর্জ স্টেডিয়ামে দণি আফ্রিকার দেওয়া ১৬৭ রানের টার্গেটে খেলতে নেমে ১৫০ করতে  পেরেছে ক্যারিবীয়রা। ওপেনার আন্দ্রে ফেচার ৩৫ ও এভিন লুইস ২১ রান করেছেন। শেষ দিকে ১২ বলে ৩৪ রান করেছেন ফ্যাবিয়ান অ্যালান। তিনে নামা ‘ইউনিভার্স বস’ ক্রিস গেইল ৬ বলে ৮  রান করেছেন। প্রোটিয়াদের পে কাগিসো রাবাদা ৩টি ও জর্জ লিন্ডে ২টি উইকেট নিয়েছেন।
এর আগে টসে হেরে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৬৬ রান তোলে প্রোটিয়ারা। অধিনায়ক টেম্বা বাভুমা ৩৩ বলে ৪৬ রানের ইনিংস খেলেন। রেজা হেনড্রিকসের ব্যাট থেকে আসে ৪২ রান।