বরুড়া সাংবাদিক মমতাজ উদ্দিনের দাফন সম্পন্ন
Published : Tuesday, 29 June, 2021 at 12:00 AM
ইলিয়াছ আহমদ, বরুড়া ।।
কুমিল্লার বরুড়া উপজেলা শিলমুড়ি ইউনিয়ন গোবিন্দপুর গ্রামের মোঃ মমতাজ উদ্দিন রবিবার সকাল ৮ টার দিকে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্ন লিল্লাহ ওয়া ইন্না ইলাহি রাজেউন)। সাংবাদিক মমতাজ উদ্দিন ঢাকার বিভিন্ন পত্রিকায় ৩০ বছর যাবৎ সুনামের সাথে সাংবাদিকতা করেন। তিনি জাতীয় প্রেসক্লাবের সদস্য ছিলেন। ঢাকা রিপোর্টস ইউনিটের কোষাধ্যক্ষ ছিলেন।
রবিবার বিকেল সারে পাঁচটার সময় নিজ গ্রামের ঈদগাহ মাঠে জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে ইউনিয়ন চেয়ারম্যান মোঃ ইসহাক মিয়া, বরুড়া প্রেসক্লাবের সভাপতি মোঃ আবুল হাসেম, সাধারণ সম্পাদক মোঃ ইলিয়াছ আহমদ, ওরাই আপনজন সামাজিক সংগঠন থেকে শোক প্রকাশ ও সমবেদনা জানিয়েছেন। মমতাজ উদ্দিনের পাঁচ ভাই সাংবাদিকতা পেশায় জড়িত। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।