ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
তিতাসে জনসচেতনতামূলক প্রচার করেছে উপজেলা প্রশাসন
Published : Tuesday, 29 June, 2021 at 12:00 AM
কবির হোসেন,তিতাস ।।
মহামারি করোনা থেকে রক্ষা পেতেম সরকার ঘোষিত লকডাউনে কুমিল্লার তিতাস উপজেলার সর্বস্তরের জনগণকে স্বাস্থ্যবিধি মেন চলতে জনসচেতনতামূলক প্রচারের উদ্যোগ গ্রহণ করেছে তিতাস উপজেলা প্রশাসন ও তিতাস থানা আইন শৃঙ্খলা বাহিনী। সারা বিশ্বের ন্যায় বাংলাদেশেও মহামারি করোনার সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে। তারই ধারাবাহিকতায় বর্তমানে বাংলাদেশে করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, পাশাপাশি মৃত্যুর সংখ্যাও বাড়ছে। এমন অবস্থায় দেশের সর্বস্তরের জনগণকে সুস্থ রাখতে সরকার ঘোষিত দেশব্যাপী লকডাউনের আওতায় তিতাস উপজেলার সর্বস্তরের জনগণকে স্বাস্থ্যবিধি মেনে চলতে নির্দেশ দেয়া হয়।
সোমবার সকালে উপজেলার সর্ববৃহৎ বাতাকান্দি বাজারে আইন শৃঙ্খলা বাহিনী ও সাতানী ইউপি চেয়ারম্যান সামছুল হক সরকার যৌথভাবে বাজারের ক্রেতা -বিক্রেতা ও যানবাহন চালকদের মাস্ক ব্যবহারে উদ্বুদ্ধ করেন এবং নিত্যপ্রয়োজনীয় দোকান ছাড়া সকল প্রকার দোকান বন্ধ রাখতে প্রচার প্রচারণা চালান।
তিতাস থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুধীন চন্দ্র দাস বলেন, সরকার ঘোষিত লকডাউন পালনে এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে জনসচেতনতামূলক প্রচারে আমাদের আইনশৃঙ্খলা বাহিনী সকাল থেকেই বিভিন্ন হাট বাজারে কাজ করছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছাম্মৎ রাশেদা আক্তার বলেন, সরকার ঘোষিত লকডাউন ও স্বাস্থ্যবিধি মেনে চলতে এবং মাস্ক ব্যবহার করতে তিতাসের সর্বস্তরের জনগণকে আহ্বান করছি এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জনসচেতনতামূলক প্রচারের উদ্বোগ গ্রহণ করেছি। ইতিমধ্যে বিনা মূল্যে উপজেলার প্রতিটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের নিকট মাস্ক, হেন্ড সেনিটাইজার পৌঁছে দিয়েছি, চেয়ারম্যানগণ এগুলি বিতরণ করবেন, জনসমাগম এড়িয়ে, স্বাস্থ্য বিধি মেনে চলুন এবং সুস্থ থাকুন।