এসআইয়ের গাড়িতে পাওয়া গেলো ১১ হাজার ইয়াবা
Published : Tuesday, 29 June, 2021 at 12:00 AM
চট্টগ্রামে ১১ হাজার ৫৬০ পিস ইয়াবাসহ পুলিশের এক উপ-পরিদর্শককে (এসআই) গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। রবিবার (২৭ জুন) দুপুরে কর্ণফুলী থানাধীন পটিয়া ক্রসিং থেকে তাকে গ্রেফতার করা হয়।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ এ তথ্য নিশ্চিত করেছেন। গতকাল দুপুরে গ্রেফতারের পর রাত পৌনে ২টার দিকে র্যাব তাকে থানা পুলিশের কাছে হস্তান্তর করে বলে তিনি জানান।
গ্রেফতার এসআইয়ের নাম মো. মাসুদ রানা। তার গ্রামের বাড়ি কুমিল্লার সদর এলাকায়। তিনি কক্সবাজার ব্যুরো অব ইনভেস্টিগেশনে (পিবিআই) কর্মরত আছেন।
দুলাল মাহমুদ বলেন, তাকে গ্রেফতারের পর রাত পৌনে ২টার দিকে আমাদের কাছে হস্তান্তর করা হয়। আজ দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
মামলার এজাহারের বরাত দিয়ে ওসি বলেন, এতে উল্লেখ করা হয়, পটিয়া ক্রসিংয়ের ভেল্লাপাড়া সেতু পয়েন্টে কক্সবাজার থেকে চট্টগ্রামগামী একটি প্রাইভেটকারে তল্লাশি চালায় র্যাব-৭ এর একটি দল। এ সময় ওই প্রাইভেটকারের সিটের নিচে ১১ হাজার ৫৬০ পিস ইয়াবা পাওয়া যায়। পরে এ ঘটনায় গাড়িতে থাকা মাসুদ রানাকে গ্রেফতার করা হয়। পাশাপাশি ওই প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে।
ভারতের সঙ্গে সীমান্ত ১৪ জুলাই পর্যন্ত বন্ধ
ভারতে করেনা পরিস্থিতি কিছুটা কমেছে কিন্তু সরকার কোনও ঝুঁকি নিতে চায় না। ফলে ভারতের সঙ্গে সীমান্ত আগামী ১৪ জুলাই পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। সোমবার এ বিষয়ে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সভাপতিত্বে এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠকের পরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) মাশফি বিনতে শামস বলেন, আজ বৈঠকে আমরা সিদ্ধান্ত নিয়েছি, রবিবার, মঙ্গলবার ও বৃহস্পতিবার শুধু সীমান্ত দিয়ে প্রবেশ করা যাবে।
তিনি বলেন, বর্তমানে লোক প্রবেশ অনেক কমে গেছে এবং সীমান্তবর্তী জেলাগুলোতে কোভিড পরিস্থিতি মোকাবিলায় জেলা প্রশাসন অনেক বেশি ব্যস্ত। ফলে স্থলসীমান্ত বন্দরে তিনদিন স্থানীয় প্রশাসনের লোকজন যাবে এবং প্রবেশ করা বাংলাদেশিদের কোয়ারেন্টিনসহ অন্যান্য সুবিধাদির ব্যবস্থা করবে। উল্লেখ্য গত এপ্রিল থেকে ভারতের সঙ্গে সীমান্ত বন্ধ রয়েছে।