ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
হেলিকপ্টারে শরীয়তপুরে ফিরল বর-বউ, হল জরিমানা
Published : Tuesday, 29 June, 2021 at 12:00 AM
করোনাভাইরাসের সংক্রমণের মধ্যে হেলিকপ্টারে করে নতুন বউ নিয়ে আসায় জনসমাগমে স্বাস্থ্যবিধি ভাঙায় গুনতে হয়েছে ৫০ হাজার টাকা জরিমানা।
সোমবার দুপুরে শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনদীপ ঘরাই ভ্রাম্যমাণ আদালকে এ জরিমানা করেন।
বর সাগর আহমেদ সরদার (২৪) শরীয়তপুর সদর উপজেলার আংগারিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে দাদপুর নতুন হাট এলাকার জাহাঙ্গীর সরদারের ছেলে। আর নববধূ কাউনান খন্দকার বন্যার (২৩) ব্রাহ্মণবাডিয়ার নবীনগর উপজেলার ইব্রাহিমপুরের আলী করিম খন্দকারের মেয়ে।
জরিমানার পর শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনদীপ ঘরাই বলেন, “করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকির মধ্যে হেলিকপ্টারে করে বউ এনে এলাকায় লোক সমাগম করে স্বাস্থ্যবিধি লঙ্ঘন করা হয়েছে।
আমার উপস্থিতি টের পেয়ে বর সাগর ও তার বাবা জাহাঙ্গীর সটকে পড়েন। তার চাচা যেহেতু এ অনুষ্ঠানের আয়োজন করেছেন, তাই তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তবে তারা দোষ স্বীকার করেছে বলেন তিনি।
স্থানীয়রা জানান, গত শুক্রবার ব্রাহ্মণবাডিয়ার ইব্রাহিমপুরে আলী করিম খন্দকারের বাড়িতে বন্যার সাথে সাগরের বিয়ে হয়। সোমবার দুপুরে সেখান থেকে নববধূকে সঙ্গে নিয়ে হেলিকপ্টারে করে দাদপুর ফেরেন ফেরেন নতুন বর সাগর।
হেলিকপ্টারটি নতুন হাট এলাকার সড়কে অবতরণ করলে এলাকার কয়েকশ উৎসুক লোক ভীড় জমায়। সেখান থেকে নববধূকে পালকিতে করে সাগরদের বাড়িতে নিয়ে যাওয়া হয়। এ সময় দুই শতাধিক মানুষের সমাগম হয়; যাদের বেশিরভাগের মুখেই মাস্ক ছিল না।
এ খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মনদীপ ঘরাই সাগর আহমেদ সরদারের বাড়িতে পৌঁছান। আর মনদীপ আসছে শুনে বরের বাবা জাহাঙ্গীর সরদার এবং বর সাগর আহমেদ সরদার পালিয়ে যান বলে জানায় স্থানীয়রা।
এ ব্যাপারে বর সগর এবং তার বাবা জাহাঙ্গীর সরদারের বক্তব্য পাওয়া যায়নি।