কুমিল্লা-৫ আসনের এমপিকে সাহেবাবাদ মাদ্রাসার পক্ষে শুভেচ্ছা
Published : Tuesday, 29 June, 2021 at 12:00 AM
নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) নির্বাচনী আসনে বেসরকারিভাবে নির্বাচিত এমপি বীরমুক্তিযোদ্ধা এড. আবুল হাসেম খাঁনের সাথে ঐতিহ্যবাহী সাহেবাবাদ ইসলামিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসার অধ্যক্ষ মো. আবদুর রহমান আবেদীর নেতৃত্বে শিক্ষকরা এক সৌজন্য সাক্ষাত করেন।
এসময় উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ হযরত মাও. মো. জাহিদ উল্লাহ, বাংলা প্রভাষক মো. আবদুল হক, রাষ্ট্র বিজ্ঞান প্রভাষক মো. কবির হোসেন, ইংরেজি প্রভাষক মো. শাহাদাৎ হোসেন, আরবী প্রভাষক মো. আবদুর রউফ, সিনিয়র শিক্ষক মো. ইকবাল হোসেন জমাদার, লাইব্রেরিয়ান মো. আনোয়ার হোসেনসহ অন্যান্য শিক্ষকগণ। পরে দেশ ও দশের মঙ্গল এবং প্রধান মন্ত্রী ও সংশ্লিষ্ট সকলের মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাত পরিচালনা করেন সাহেবাবাদ ইসলামিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসার অধ্যক্ষ মো. আবদুর রহমান আবেদী।