যশোরে করোনাভাইরাসে এক দিনে আরও আট জন মারা গেছে। জেলা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার রেহনেওয়াজ জানান, সোমবার সকাল থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী করোনায় আক্রান্ত আট জন মারা গেছে। ৯৪০ জনের নমুনা পরীক্ষায় ৩০৮ জনের করোনা শনাক্ত হয়েছে।
তিনি জানান, আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় সবেচেয়ে বেশি ১৭৮ জন। এছাড়া কেশবপুরে ১১, ঝিকরগাছায় ৩০, অভয়নগরে ১৮, মণিরামপুরে ১৫, বাঘারপাড়ায় ৭ ও চৌগাছা উপজেলায় ১৩ জন আক্রান্ত হয়েছেন।
আক্রান্তদের মধ্যে যশোর জেনারেল হাসপাতালে ৯১ জন চিকিৎসাধীন রয়েছেন বলে তিনি জানান।
ডা. রেহনেওয়াজ আরও জানিয়েছেন, যশোরে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১২ হাজার ৮৪ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৬ হাজার ৮৮৮ জন। মৃত্যু হয়েছে ১৪২ জনের।