ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
বাগদানেই মা হলেন নায়িকা, হবু বরকে নিয়ে দিলেন সুখবর
Published : Tuesday, 29 June, 2021 at 7:48 PM
বাগদানেই মা হলেন নায়িকা, হবু বরকে নিয়ে দিলেন সুখবরসেই ২০১৭ সালেই কোরি ট্র্যান এবং ফ্রিদা পিন্টোর প্রেমের গুঞ্জন শোনা গিয়েছিল। দু’বছরের মাথায় তাদের সম্পর্কে সিলমোহর পড়ে। বেশ ঘটা করেই বাগদান হয়েছে তাদের। বিয়ের আনুষ্ঠানিকতা এখনো শেষ হয়নি। তার আগেই দিলেন সুখবর।

জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছেন ভারতীয় অভিনেত্রী ফ্রিদা। মা হতে চলেছেন তিনি।

সম্প্রতি অস্কারজয়ী সিনেমা ‘স্লামডগ মিলিয়নিয়ার’খ্যাত এই নায়িকা তার ইনস্টাগ্রামে ‘বেবি বাম্প’-এর ছবি প্রকাশ করেছেন। সঙ্গে রয়েছেন হবু বর কোরি ট্র্যান।

প্রথম ছবিতে দেখা যাচ্ছে, ফ্রিডার ‘বেবি বাম্প’-কে সযত্নে ছুঁয়ে রয়েছেন কোরি। দ্বিতীয় ছবিতে একে অপরের দিকে তাকিয়ে রয়েছেন তারা। ফ্রিদার অনুরাগীরা শুভেচ্ছাবার্তায় ভরিয়ে দিয়েছেন পোস্টের মন্তব্য বাক্স।

ফ্রিদার হবু স্বামী কোরি পেশায় একজন চিত্রগ্রাহক।

আপাতত দুই থেকে তিন হওয়ার অপেক্ষায় ফ্রিদা এবং কোরি। একসঙ্গে আগামীর স্বপ্ন বুনছেন তারা।