বরুড়ায় ঝড়ে ব্যাপক ক্ষতি
Published : Friday, 2 July, 2021 at 12:00 AM
ইলিয়াছ আহমদ, বরুড়া ।।
কুমিল্লার
বরুড়া উপজেলা চিতড্ডা ইউনিয়ন ৩ নং ওয়ার্ড ভংগুয়া ইটাখোলা গ্রামে বুধবার
সন্ধ্যা আনুমানিক সাতটার দিকে ঝড় তুফানে ১৮ পরিবারে মোট ২৭ টি বসত
ঘর,রান্না ঘর গরুর সহ ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। হঠাৎ তুফান এসে পাশাপাশি
কয়েকটি বাড়ির সকলের ঘর দুমড়ে মুচড়ে পেলে। এরই মাঝে স্মরন কালের বহত্তম
বৃষ্টি টানা ৫/৬ ঘন্টা মুশলধারে বৃষ্টিপাত হয়।
স্হানীয়দের ধারন এ ক্ষতির পরিমান ৩০ লক্ষ টাকা হবে।
গতকাল
বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনিসুল ইসলাম এর নির্দেশে
চিতড্ডা ইউনিয়ন চেয়ারম্যান মোঃ ওমর ফারুক ও পরিষদের সদস্য মোঃ জাকির হোসেন ও
মোঃ সুলেয়মান কে নিয়ে ১০ কেজি চাউল, ২ কেজি আলু ১ কেজি মশারীর ডাল ১ লিটার
তৈল করে ক্ষতিগ্রস্ত ১৮ পরিবারের মাঝে তা বিতরণ করেন।
ক্ষতি গ্রস্ত
পরিবাররা হলেন,আবদুর রশিদ, মোঃ কাউসার, মোঃ জসিম উদ্দিন, ,মোঃ গেয়াস
উদ্দিন, মোঃ শাহজাহান, মোঃ খিজির হায়াত, মোঃ রুহুল আমিন, আবুল কালাম,মন্জিল
হোসেন,শিরিনা আক্তার,মোঃ কাইয়ুম, আবদুল খালেক, মোঃ মোতালেব হোসেন, মোঃ
হাসান আলী,আবুল হাসেম, মোঃ মিজানুর রহমান, মোঃ মাহবুব আলম,আবদুর রব,।
বৃহস্পতিবার দুপুর বেলা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনিসুল ইসলাম ঘটনার
স্হল পরিদর্শন করেন। ইউএনও জানান আনুমানিক ক্ষতির পরিমান ৩০ লক্ষ টাকা হবে।
জেলা প্রশাসকের মাধ্যমে পুনরায় ক্ষতিগ্রস্তরা ঘর করার জন্য টিনের
ব্যাবস্হা করে দেয়া হবে।