ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
প্রতীক্ষার বৃষ্টিতে স্বস্তি ফিরে পেল ব্রাহ্মণপাড়ার কৃষকরা
Published : Friday, 2 July, 2021 at 12:00 AM, Update: 01.07.2021 11:51:11 PM
প্রতীক্ষার বৃষ্টিতে স্বস্তি ফিরে পেল ব্রাহ্মণপাড়ার কৃষকরাইসমাইল নয়ন।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় গতকাল ৩০ জুন বুধবার বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত তুমুল বৃষ্টি এবং হালকা ও মাঝারি বৃষ্টি হয়েছে। বৃষ্টির কারণে হাসির ঝিলিক ও স্বস্তি দেখা গেছে দীর্ঘদিন যাবত বৃষ্টির প্রতীক্ষায় থাকা উপজেলার কৃষকদের মুখে।
উপজেলার কৃষকদের সাথে কথা বলে জানা গেছে, উপজেলার কৃষকেরা জমিতে আবাদ করা ফসল উৎপাদনে একমাত্র বৃষ্টির ওপরই নির্ভরশীল। এখন আমন ধানের সবুজ চারা বেড়ে ওঠার উপযুক্ত সময়। দীর্ঘদিন যাবত কাঙ্ক্ষিত বৃষ্টি না হওয়ায় খরায় অনেক সবুজ চারা লালচে হয়ে জ্বলে যাচ্ছিল। অনেকদিন ধরে বৃষ্টির জন্য কৃষকেরা অধীর আগ্রহে প্রতীক্ষা করছিলেন। অবশেষে দেখা মিললো সেই কাঙ্ক্ষিত বৃষ্টির। এতে উপজেলার কৃষকরা উচ্ছ্বসিত। চোখেমুখে স্বস্তি ফুটে উঠেছে।
উপজেলার দুলালপুর গ্রামের কৃষক আবুল হাসেম জানান, এবার তিনি ষাট শতক জমিতে আমন ধান আবাদ করেছেন। বৃষ্টি না হওয়ায় চারাগুলো খরায় নষ্ট হয়ে যাচ্ছিল। এতে তিনি দুশ্চিন্তায় ছিলেন। অবশেষে বৃষ্টি হওয়ায় তিনি দুশ্চিন্তামুক্ত হয়েছেন বলে জানান।
বৃষ্টির অভাবজনিত কারণে উপজেলার কৃষকেরা খুব দুশ্চিন্তায় পড়েছিলেন বলে উল্লেখ করে উপজেলার দীর্ঘভূমি গ্রামের আবদুল কাদির বলেন, টানা বর্ষণে আমরা স্বস্তি ফিরে পেয়েছি। খরায় ঝিমিয়ে পড়া ধনাগাছগুলো বৃষ্টিজল পেয়ে প্রাণ ফিরে পেয়েছে।
আমন ধানের জন্য এই মুহূর্তে বৃষ্টি খুবই প্রয়োজন ছিল বলে মনে করেন ব্রাহ্মণপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মাহবুবুল হাসান। তাঁর ভাষ্য, এই সময়ে এরকম অঝোর বৃষ্টির প্রয়োজন ছিল। এতে উপজেলার বিভিন্ন এলাকার ফসলের মাঠে আবাদ করা আমন ধানের চারাগুলো ও অন্যান্য ফসল উজ্জীবিত হয়ে উঠবে।