লাকসামে ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু: নতুন শনাক্ত ৭
Published : Tuesday, 6 July, 2021 at 12:00 AM
ফারুক আল শারাহ: কুমিল্লার লাকসামে ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মানিক আহমেদ (৪২) নামক এক ব্যক্তি মৃত্যুবরণ করেছেন। তিনি পৌরসভার ৭নং ওয়ার্ডের গাজীমুড়া গ্রামের ইসহাক মিয়ার ছেলে। এতে এখানে করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন ২৭ জন। এদিকে, উপজেলায় আরও ৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে সংক্রমিত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮১৮ জন। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ৬৭৩ জন।
লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মো. আলমগীর হোসেন জানান, উপজেলায় সোমবার (৫ জুলাই) ১৪টি নমুনার রিপোর্ট আসে। প্রাপ্ত রিপোর্টে ৭ জনের পজিটিভ ও বাকী ৭ জনের নেগেটিভ আসে। আক্রান্তদের মধ্যে ৪ জন পুরুষ ও ৩ জন মহিলা। তাদের মধ্যে পৌরসভার ৫ জন, আজগরা ইউনিয়নের ১ জন। বাকী একজনের ফোন নম্বর ভূল হওয়ায় স্বাস্থ্যবিভাগ তার ঠিকানা নিশ্চিত করতে পারেনি।
তিনি আরও জানান, উপজেলায় এ পর্যন্ত নমুনা সংগ্রহ হয়েছে ৩৮৬৯টি। তাদের মধ্যে ৩৮২৩টি রিপোর্ট পাওয়া গেছে। প্রাপ্ত রিপোর্টের মধ্যে ৮১৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। বাকী ৩০০৫টি রিপোর্ট নেগেটিভ এসেছে। এখনো প্রক্রিয়াধীন রয়েছে ৪৬টি নমুনার রিপোর্ট। প্রকোপের শুরু থেকে এখানে করোনায় মৃত্যুবরণ করেছেন সর্বমোট ২৭ জন। ইতোমধ্যে আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ৬৭৩ জন। অন্য ১১৭ জনকে নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসা দিয়ে আসছেন করোনা র্যাপিড রেসপন্স টিমের সদস্যরা।
লাকসাম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাজিয়া বিনতে আলম জানান, স্বাস্থ্যবিধি মেনে না চলায় লাকসামে করোনা সংক্রমিত রোগীর সংখ্যা হঠাৎ বেড়ে যাচ্ছে। করোনা সংক্রমণ থেকে রক্ষা পেতে তিনি সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়ে বলেন, রোগীদের চিকিৎসা সেবায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সর্বদা তৎপর রয়েছে।