ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
লকডাউনে দায়িত্ব পালনকারী রোভারদের কে ছাতা দিলেন : ড. ফেরদৌস খন্দকার
Published : Tuesday, 6 July, 2021 at 12:00 AM, Update: 06.07.2021 1:12:01 AM
লকডাউনে দায়িত্ব পালনকারী রোভারদের কে ছাতা দিলেন : ড. ফেরদৌস খন্দকার নিজস্ব প্রতিবেদক ||
বাংলাদেশ স্কাউট -কুমিল্লা জেলা রোভারের রোভার স্কাউট লিডার ও সদস্যদের জন্য  নিউইয়র্ক শেখ রাসেল ফাউন্ডেশন এর সভাপতি করোনাযোদ্ধা  দেবিদ্বারের কৃর্তিসন্তান ডাঃ ফেরদৌস খন্দকার ছাতা, রেইন কোটও সার্জিক্যাল মাস্ক তাঁর প্রতিনিধি বাংলাদেশ শিক্ষা সেবা ফাউন্ডেশন দেবিদ্বার উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মোঃমাহাবুব আলম এর মাধ্যমে পাঠিয়েছেন। গতকাল কুমিল্লা জেলাপ্রশাসক কার্যালয়ে অতিরিক্ত জেলাপ্রশাসক  সার্বিক মোঃ শাহাদাত হোসেন ও বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন কুমিল্লা জেলা কমিটির সাধারণ সম্পাদক ডাঃ আতাউর রহমান জসিম ও কুমিল্লা জেলা রোভার এর যুগ্ম সম্পাদক অধ্যক্ষ মহিউদ্দিন লিটন  গ্রহন করে,
দুপুরে কুমিল্লা শহরের টমছম ব্রীজ এলাকায় রোভার স্কাউট লিডার ও রোভার স্কাউটদের মাঝে ছাতা  বিতরণ করেন কুমিল্লা জেলা রোভার এর সহ-সভাপতি ও কুমিল্লা শিক্ষাবোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর মোঃ জহিরুল ইসলাম পাটোয়ারী।
এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা রোভার এর যুগ্ম সম্পাদক অধ্যক্ষ মহিউদ্দিন লিটন,কোষাধ্যক্ষ সুলতান মুহাম্মদ ইলিয়াস শাহ, রুপসী বাংলা কলেজ এর অধ্যক্ষ ইয়াছিনুর রহমান,
কুমিল্লা জেলা স্কাউট এর কমিশনার গাজীউল হক চৌধুরী, শাসনগাছা ফ্লাইওভার এর পশ্চিমে রোভার স্কাউটদের মাঝে  ছাতা ও রেইন কোট বিতরণ করেন -সোনার বাংলা কলেজ এর অধ্যক্ষ শিক্ষাবিদ আবু ছালেক মো. সেলিম রেজা সৌরভ, জেলা রোভার স্কাউট লিডার মাঈনুদ্দীন খন্দকার, কুমিল্লা মুক্ত রোভার স্কাউট দলের কোষাধ্যক্ষ দেলোয়ার হোসেন,
সেচ্ছাসেবক মো.মনিরুল ইসলাম,
পিআরএস দিদারুল হক রিমন, লিডার জিএম ফারুক, কুমিল্লা মুক্ত রোভার স্কাউট দলের সিনিয়র রোভার মেট রোভার শাহরিয়ার রহমান ইমন প্রমুখ।
ক্যাপশনঃ
কুমিল্লা -দেবিদ্বারের কৃতি সন্তান নিউইয়র্ক প্রবাসী ডাঃ ফেরদৌস খন্দকার পাঠানো ছাতা রোভার স্কাউটদের মাঝে বিতরণ করেন সোনার বাংলা কলেজ এর অধ্যক্ষ সেলিম রেজা সৌরভ, কুমিল্লা জেলা রোভার এর যুগ্ম সম্পাদক অধ্যক্ষ মহিউদ্দিন লিটন,জেলা রোভার স্কাউট লিডার মাঈনুদ্দীন খন্দকার।