ব্রিটিশ ও পর্তুগিজ নাগরিকরা শর্তসাপেক্ষে জার্মানিতে প্রবেশের অনুমতি পেয়েছেন। জার্মান কর্তৃপক্ষ আগামী বুধবার (৭ জুলাই) থেকে এ ঘোষণা কার্যকর করবে। তবে জার্মান নাগরিক এবং সেদেশের আবাসিক অন্যান্য বিদেশিদের জার্মানিতে পৌঁছার পর ১৪ দিনের কোয়ারেন্টাইন পালন করতে হবে।
বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে পাঁচটি দেশের নাগরিকদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করে জার্মানি। ঘোষিত পাঁচটি দেশের যেসব ব্যক্তি করোনার ভ্যাকসিন গ্রহণ করেননি তাদেরকে জার্মানিতে প্রবেশের পর ১০ দিন কোয়ারেন্টিনে থাকতে হবে। তবে পাঁচ দিন পর পরীক্ষায় নেগেটিভ আসলে ভিন্ন শর্ত পালনসাপেক্ষে ১০ দিনের আগেই কোয়ারেন্টাইন শেষ করা যাবে। তবে ভ্যাকসিনের দুই ডোজ গ্রহণকারীদের ক্ষেত্রে এই কোয়ারেন্টাইনের প্রয়োজন নেই। নিষেধাজ্ঞার তালিকায় থাকা অন্যান্য দেশগুলো হচ্ছে রাশিয়া, ভারত ও নেপাল। এর মধ্যে ভারতে সর্বপ্রথম ডেল্টা ভ্যারিয়েন্টের অস্তিত্ব শনাক্ত হয়।
এদিকে, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন ঘোষণা দিয়েছেন, আগামী ১৯ জুলাই থেকে কোভিড সংক্রান্ত সব বিধি নিষেধ তুলে নেওয়ার চেষ্টা করছে যুক্তরাজ্য। এছাড়াও ওই ঘোষণায় ইউরোপের বেশকিছু দেশসহ করোনা সংক্রমণের মাঝারি ঝুঁকিতে থাকা দেশের নাগরিকদের যুক্তরাজ্য ভ্রমণের ক্ষেত্রে কোয়ারেন্টাইন পালনের শর্তও শিথিল করতে পারে।
উল্লেখ্য, করোনাভাইরাসের পরিসংখ্যান ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, আজ মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে মারা গেছেন আরও ৭ হাজার ১৬১ জন এবং আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৬০ হাজার ৩৬৪ জন।