ময়মনসিংহের ভালুকায় কলেজছাত্র খুনের ঘটনায় প্রধান আসামিসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার রাত সাড়ে ৮টায় নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার তারাকান্দা গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।
প্রাথমিক অবস্থায় আসামিরা এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। গ্রেফতার তিনজনের পাঁচ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হবে।
গ্রেফতারকৃতরা হলো— মামলার প্রধান আসামি আমানউল্লাহর ছেলে সাব্বির হোসেন (২০), হাবিবুর রহমান হবির ছেলে সোহাগ মিয়া (১৯) ও মোফাজ্জল হোসেনের ছেলে সারোয়ার আলম (১৯)। তাদের সবার বাড়ি উপজেলার মেহরাবাড়ি গ্রামে।
পুলিশ সূত্রে জানা যায়, কলেজছাত্র খুন হওয়ার পর নিহতের বাবা নাজিমউদ্দিন খান বাদী হয়ে পাঁচজনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা আরও চারজনসহ ৯ জনের নামে থানায় একটি খুনের মামলা করেন।
ভালুকা মডেল থানার ওসি (তদন্ত) মেহেদী হাসান জানান, তিন আসামিকে নেত্রকোনা থেকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিকভাবে তারা হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাদের পাঁচ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হবে।
উল্লেখ্য, ফেসবুকে মন্তব্য করা কেন্দ্র করে সোমবার সকালে উপজেলার হবিরবাড়ি গ্রামের সিডস্টোর বাজার এলাকার নাজিমউদ্দিন খানের ছেলে কলেজছাত্র সাঈম খান (১৮) প্রতিপক্ষের হামলায় খুন হয়।