ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
নারায়ণগঞ্জে একদিনে ১৬৪ জনের করোনা শনাক্ত
Published : Tuesday, 6 July, 2021 at 1:53 PM
নারায়ণগঞ্জে একদিনে ১৬৪ জনের করোনা শনাক্তনারায়ণগঞ্জে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১৬৪ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ৩৮.৭৭ শতাংশ। 

আজ মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইমতিয়াজ। তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৪২৩টি। এর মধ্যে ১৬৪ জনের করোনা পজিটিভ হয়। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৪ হাজার ৬১৬ জনে। আর এ পর্যন্ত মারা গেছেন ২২৫ জন। একদিনে সুস্থ হয়েছেন আরও ২২ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৩ হাজার ৩৭৮ জন।

২৪ ঘণ্টায় আক্রান্তের মধ্যে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকার ৫১ জন, বন্দর উপজেলার ৪২ জন, সদর উপজেলার ২৪ জন, রূপগঞ্জ উপজেলার ২২ জন, সোনারগাঁও উপজেলার ১৪ জন এবং আড়াইহাজার উপজেলার ১১ জন বাসিন্দা।
সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইমতিয়াজ জানান, নারায়ণগঞ্জে ভ্যারিয়েন্ট শনাক্তের কোনো ব্যবস্থা নেই। তবে যেহেতু কেন্দ্রীয় ভাবে জানানো হয়েছে আক্রান্তের ৮০ ভাগ ভারতীয় ভ্যারিয়েন্ট তাই নারায়ণগঞ্জেও এই ভ্যারিয়েন্ট আছে। আমাদের অসাবধানতার কারণে দিন দিন আক্রান্ত বাড়ছে।