ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
বাংলাদেশের প্রশংসা করলেন ইফাদ প্রেসিডেন্ট
Published : Tuesday, 6 July, 2021 at 8:42 PM
বাংলাদেশের প্রশংসা করলেন ইফাদ প্রেসিডেন্টবাংলাদেশ সহজ শর্তে আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল-ইফাদ (রোমভিত্তিক)) থেকে ঋণ নিতে পারবে বলে জানিয়েছেন সংস্থাটির প্রেসিডেন্ট গিলবার্ট এফ হুংবো।

সোমবার (৫ জুলাই) ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শামীম আহসান রোমে ইফাদ প্রেসিডেন্টের কাছে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে পরিচয়পত্র প্রদান অনুষ্ঠানে হুংবো এ কথা বলেন।

মঙ্গলবার (৬ জুলাই) দূতাবাস থেকে পাঠানো  সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বাংলাদেশ আগামী দিনগুলোতে ঋণ ব্যবহারের সামর্থ্য ও সক্ষমতার বিবেচনায় ইফাদের মূল তহবিল থেকে ঋণ সহায়তা গ্রহণের পাশাপাশি অন্যান্য তহবিল যেমন- ধার করা সম্পদ, ক্লাইমেট ফান্ড, বেসরকারি তহবিল থেকেও প্রয়োজনীতার নিরিখে নমনীয় শর্তে না হলেও সহজ শর্তে ঋণ নিতে পারে।’

‘বাংলাদেশের এ সক্ষমতা অর্জন বিশ্বের অনেক উন্নয়নশীল দেশের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত বলে ইফাদ প্রেসিডেন্ট উল্লেখ করেন। এছাড়া, তিনি ইফাদ  থেকে সর্বোচ্চ উন্নয়ন সহায়তা গ্রহণ ও প্রকল্প বাস্তবায়নে প্রথমসারির দেশ হওয়ার পাশাপাশি ইফাদদের নির্বাহী পর্ষদে সক্রিয় অংশগ্রহণকারী গুটিকয়েক দেশের মধ্যে বাংলাদেশকে অন্যতম বলে অভিহিত করেন।’

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘হুংবো বাংলাদেশকে বর্তমানে ইফাদের সর্ববৃহৎ পোর্টফোলিও হিসেবে উল্লেখ করে প্রকল্প বাস্তবায়ন ও সম্পদ ব্যবহারে বাংলাদেশের সক্ষমতার ভূয়সী প্রশংসা করেন।’