ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
সৌদি আরবের সঙ্গে আলোচনা নিয়ে যা বললো ইরান
Published : Tuesday, 6 July, 2021 at 8:37 PM
সৌদি আরবের সঙ্গে আলোচনা নিয়ে যা বললো ইরানসৌদি আরবের সঙ্গে ইরান সরকারের আলোচনায় কিছুটা অগ্রগতি হয়েছে। মতপার্থক্য নিরসনে ভবিষ্যতেও এই আলোচনা অব্যাহত থাকবে। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেছেন ইরান সরকারের মুখপাত্র আলী রাবিয়ি।

তিনি বলেন, ইরান প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক প্রতিষ্ঠায় বিশ্বাসী। এই নীতির অংশ হিসেবেই সৌদি আরবের সঙ্গে আলোচনা শুরু হয়েছে। মতবিরোধ সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনতে এই আলোচনা চালিয়ে যাবে তেহরান।

আলী রাবিয়ি বলেন, কিছু বিষয়ে দুই দেশের মধ্যে মতপার্থক্য রয়েছে। এসবের কোনও কোনওটি জটিল। এ কারণে এগুলোর সমাধানে কিছুটা সময় লাগতে পারে।

তিনি বলেন, বিজাতীয় শক্তিগুলো যাতে নিরাপত্তার অজুহাতে এই অঞ্চলে নিজেদের উপস্থিতি জোরদার করতে না পারে সেজন্য আঞ্চলিক দেশগুলোর মধ্যে শান্তিপূর্ণ সহাবস্থান ও সুসম্পর্ক জরুরি।

অস্ট্রিয়ার ভিয়েনায় পরমাণু বিষয়ক আলোচনা প্রসঙ্গে আলী রাবিয়ি বলেন, ভিয়েনা আলোচনায় কোনও কোনও ক্ষেত্রে বেশ অগ্রগতি হয়েছে। কিন্তু এখনও কিছু বিষয়ে মতপার্থক্য রয়েছে। তবে এই মতপার্থক্যের অর্থ এই নয় যে, আলোচনা অচলাবস্থার মুখে পড়েছে। সূত্র: পার্স টুডে।