সারা দেশের ন্যায় চাঁদপুরে ও কঠোর লকডাউন বাস্তবায়নে মাঠে কাজ করে যাচ্ছে পুলিশ সদস্যরা । প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত পুলিশ সদস্যরা জন সাধারন কে সচেতন করতে সর্বদা চেষ্টা করে যাচ্ছে। গত ১ জুলাই সরকার সারা দেশে কঠোর লকডাউন ঘোষণা করার পর থেকে সারা দেশের ন্যায় চাঁদপুরেও পুলিশ সদস্যরা সড়কে নিরলস ভাবে কাজ করছে। চাঁদপুর শহর এলাকায় ও উপজেলা গুলোতে পুলিশ সুপার মিলন মাহমুদ বিপিএম (বার) এর দিক নির্দেশনায় পুলিশ সদস্যরা কঠোর লকডাউন বাস্তবায়নে কাজ করছে। শহর এলাকায় চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ আঃ রশিদের নেতৃত্বে বেশ কয়েকটি টিম কাজ করছে। তাছাড়া ম্যাজিস্ট্রেটদের সাথে থেকে ও পুলিশ সদস্যরা মোবাইল কোট পরিচালনায় সহায়তা করে যাচ্ছে।চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ আঃ রশিদের নেতৃত্বে চনঁদপুর শহরের কালিবাড়ি মোড়, পালবাজার মোড়, নতুন বাজার মোড়, বাস স্ট্যাণ্ড, চেয়ারম্যান ঘাট, ষোল ঘর, ওয়ারলেছ মোড়, বঙ্গবন্ধু সড়ক, ইচুলি চৌরাস্তা, বাবুরহাট, মহামায়া পর্যন্ত চেক পোস্ট বসিয়ে কঠোর লকডাউন বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। পুলিশ সদস্যরা চাঁদপুর কুমিল্লা আঞ্চলিক মহাসড়ক ও চাঁদপুর রামগঞ্জ সড়কে রোড বেকার স্থাপন করে তল্লাশী অভিযান অব্যাহত রেখেছে। তারা লকডাউন উপেক্ষা করে যেসমস্ত যানবাহন শহরে প্রবেশ করানোর চেষ্টা করে তা থামিয়ে জিজ্ঞাসাবাদ করছে। পাশাপাশি একই রিক্সায় ও মোটরসাইকেলে ২ জন চলাচলে এবং হেলমেটবিহীন চলাচলের কারণে মটর সাইকেলগুলোর বিরুদ্ধে নিয়মিত মামলা করা হচ্ছে। যে রিক্সায় ২ জন যাত্রী পাওয়া যায় সেখান থেকে একজন করে যাত্রী নামিয়ে দেওয়া হচ্ছে। বিনা অজুহাতে যারা ঘর থেকে রাস্তায় বের হচ্ছে তাদেরকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করছে পুলিশ সদস্যরা।