ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
চাঁদপুর মহা শশ্মান মাদকসেবীদের বিচরণ। ৭ মাদকসেবী আটক
মানিক দাস
Published : Thursday, 8 July, 2021 at 6:52 PM
চাঁদপুর মহা শশ্মান মাদকসেবীদের বিচরণ। ৭ মাদকসেবী আটক চাঁদপুর শহরের বাগাদী রোডস্থ চাঁদপুর মহা শশ্মান মাদক সেবিদের অভয়ান্য হিসেবে গড়ে উঠেছে। মাদক সেবিরা সুযোগ পেলেই শশ্মানের ভেতর প্রবেশ করে গাছ গাছালির ছায়া সুনিবিরে বসে জমিয়ে তুলে মাদক সেবনের আড্ডা।গতকাল চাঁদপুর মডেল থানার পুলিশ লকডাউন টহল দিতে গিয়ে সেখান থেকে ৭ যুবককে আটক করেছে মাদক সেবন করাবস্হায়।
চাঁদপুর মহা শশ্মান পরিচালনা করার সংগঠন হরিবোলা সমিতির সভাপতি অজয় কুমার ভৌমিক বলেন, মাদক সেবিদের বহুবার ডাক দেয়া হয়েছে এখানে প্রবেশ না করার জন্য। তারা কারো কথাই শুনে না। শশ্মানে দাহ কাজের দায়িত্বে থাকা ব্যাক্তিরা ও তাদের বারন করেছে অনেক বার। তাদের কে তারা পাত্তাই দিতোনা। গতকাল ৮ জুলাই বৃহস্পতিবার দুপুরে চাঁদপুর মডেল থানার উপ পরিদর্শক ইসমাইল হোসেন শশ্মানে মাদক সেবন করাবস্থায় ৭ মাদক সেবি যুবককে আটক করে। 
চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ আঃ রশিদ বলেন, আমরা অনেকদিন ধরেই গোপনে খবর পাচ্ছি চাঁদপুর মাদক সেবীরা আড্ডা জমাচ্ছে। তার জন্য আমরা অভিযান করে শশ্মানে মাদক সেবন করাবস্থায় ৭ যুবককে আটক করেছি। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।