বাংলাদেশের দর্শকদের জন্য আমার ছোট্ট একটা কথা!
Published : Thursday, 8 July, 2021 at 7:03 PM
যদিও জি ফাইভে আজকে রাত ১২টা থেকে ফ্রি দেখা যাবে লেডিজ অ্যান্ড জেন্টলমেন, তবুও বিজ্ঞাপন বিড়ম্বনা থেকে মুক্ত থেকে সিরিজটা দেখার জন্য আমি অনুরোধ করবো আপনারা সাবস্ক্রাইব করে দেখেন! ফ্রি দেখতে গেলে বিজ্ঞাপনের বিড়ম্বনা থাকবে এবং সেটা বিন্জিংয়ের জন্য আদর্শ না!
যারা সত্যিকারের বিন্জিংয়ের আমেজে কাজটা দেখতে চান, আমি বলবো সাবস্ক্রাইব করে কোনো বিজ্ঞাপন বিরতি ছাড়া দেখেন প্লিজ! এক সপ্তাহে মাত্র তেরো টাকা তেত্রিশ পয়সা দিয়ে পাঁচজন ইউজার পাঁচটা আলাদা ডিভাইসে দেখতে পারবেন!
(ফেসবুক থেকে সংগৃহীত)