ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
বরুড়ায় একদিনে ২৯ জন করোনায় আক্রান্ত
মোঃ ইলিয়াছ আহমদ
Published : Thursday, 8 July, 2021 at 7:05 PM
বরুড়ায় একদিনে ২৯ জন করোনায় আক্রান্তকুমিল্লার বরুড়া উপজেলা গতকাল ৮ জুলাই একদিনে সর্বোচ্চ ২৯ জন করোনায় আক্রান্ত হয়েছে। 
উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নিশাত সুলতানা এ তথ্য নিশ্চিত করেন।বরুড়া উপজেলা প্রতিদিন আক্রান্তের হার বৃদ্ধি পাচ্ছে। গত চার দিনে বরুড়া উপজেলা ৯৭ জন করোনায় আক্রান্ত হয়েছে। 
স্থানীয় প্রশাসন করোনা নিয়ন্ত্রণে কঠোর ভাবে লক ডাউন বাস্তবায়নের চেষ্টা করছে।দুপুর ২ টার মধ্যে কাঁচা বাজার ও মুদি দোকান বন্ধ করে দেওয়া হয়। তবে সিএনজি অটোরিকশা প্রশাসনকে ফাঁকি দিয়ে চলাচলের চেষ্টা করে।