এই ইংল্যান্ডও উড়িয়ে দিলো পাকিস্তানকে!
Published : Saturday, 10 July, 2021 at 12:00 AM
পাকিস্তানের
বিপ ওয়ানডে সিরিজ শুরুর দুই দিন আগে করোনাভাইরাসের ছোবলে ছন্নছাড়া
ইংল্যান্ড দল। শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করা দল নিয়ে মাঠে নামতে চেয়েছিল
তারা। কিন্তু তিন ক্রিকেটারসহ ৭ জন আক্রান্তে ওই দলের সবাইকে আইসোলেশনে
পাঠানো হয়। ৯ নতুন মুখ নিয়ে পাকিস্তানের বিপে ‘নতুন’ দল ঘোষণা করে
ইংল্যান্ড। কার্ডিফে বৃহস্পতিবার(৮ জুলাই) ৫ জন অভিষিক্তকে নিয়ে প্রথম
ওয়ানডেতে পাকিস্তানকে উড়িয়ে দিলো স্বাগতিকরা।
তিন ম্যাচের সিরিজ ৯
উইকেটে জিতে শুরু করেছে ইংল্যান্ড। ব্রাইডন কার্স, জন সিম্পসন, লুইস
গ্রেগরি, ফিল সল্ট ও জ্যাক ক্রলির ওয়ানডে অভিষেক হয়। সাকিব মাহমুদের
ক্যারিয়ারসেরা বোলিংয়ে ৩৫.২ ওভারে মাত্র ১৪১ রানে পাকিস্তান গুটিয়ে যায়।
পরে ডেভিড মালান ও ক্রলির অপরাজিত হাফ সেঞ্চুরিতে ২১.৫ ওভারে ১ উইকেটে ১৪২
রান করে ইংল্যান্ড।
ইনিংসের প্রথম তিন বলেই ইমাম উল হক ও বাবর আজমকে
মাঠছাড়া করেন সাকিব। দুজনই ডাক মারেন। এই ডানহাতি ফাস্ট বোলার পরে অভিষিক্ত
সৌদ শাকিল ও ফাহিম আশরাফের উইকেটও পান। ১০ ওভারে ৪২ রান খরচ করে ৪ উইকেট
নিয়ে ম্যাচসেরার পুরস্কার জিতেছেন সাকিব।
পাকিস্তানের পে ফখর জামান
সর্বোচ্চ ইনিংস খেলেন। কিন্তু ৩ রানের জন্য হাফ সেঞ্চুরি হয়নি তার। ৪৭ রান
করেন এই ওপেনার। এছাড়া ৩০ রান করেন শাদাব খান। দুটি করে উইকেট নিয়ে
ইংল্যান্ডের হয়ে দ্বিতীয় সেরা বোলিং পারফরম্যান্স করেন ক্রেইগ ওভারটন ও
ম্যাট পার্কিনসন।
ল্েয নেমে সল্ট অভিষেকটা স্মরণীয় করতে পারেননি। ৭ রানে
শাহীন শাহ আফ্রিদির শিকার তিনি। মালান ৬৮ ও ক্রলি ৫৮ রানে অপরাজিত থেকে
দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। ১২০ রানের জুটি ছিল তাদের, যা ওয়ানডেতে দ্বিতীয়
উইকেটে সর্বোচ্চ।
শনিবার (১০ জুলাই) লর্ডসে হবে সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচ।