লঙ্কা প্রিমিয়ার লিগ স্থগিত
Published : Saturday, 10 July, 2021 at 12:00 AM
এই
বছরের লঙ্কা প্রিমিয়ার লিগ স্থগিত হচ্ছে। শ্রীলঙ্কা ক্রিকেট এ ব্যাপারে
শিগগিরই আনুষ্ঠানিক ঘোষণা দেবে। আগামী ৩০ জুলাই থেকে ২২ আগস্ট পর্যন্ত
হাম্বানতোতার মাহিন্দা রাজাপাকসা স্টেডিয়ামে এই প্রতিযোগিতা হওয়ার কথা ছিল।
এক প্রতিবেদনে এই খবর দিয়েছে ক্রিকবাজ।
ধারণা করা হচ্ছে,
নভেম্বর-ডিসেম্বরে হতে পারে দ্বিতীয় আসর। স্থগিতের কারণ মনে করা হচ্ছে
বিদেশি খেলোয়াড়দের অনুপস্থিতি। এছাড়া শ্রীলঙ্কা ক্রিকেট ও এলপিএলের
সত্ত্বাধিকারী দুবাই ভিত্তিক ইনোভেটিভ প্রোডাকশন গ্রুপ এফজেডইর সঙ্গে কিছু
ঝামেলাও চলছে। দেশের খেলোয়াড়দের সঙ্গে বোর্ডের চুক্তি নিয়ে দ্বন্দ্বও বড়
একটা কারণ।
কয়েকটি প্রতিবেদন অনুযায়ী, এই টুর্নামেন্টের অন্যতম অগ্রপথিক
ও ক্রীড়ামন্ত্রী নামাল রাজাপাকসার সঙ্গে আলোচনার পর স্থগিতের সিদ্ধান্ত
নেওয়া হয়েছে।