ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
চিড়িয়াখানা থেকে পালানো সাপ মিললো শপিং মলে!
Published : Saturday, 10 July, 2021 at 12:29 PM
চিড়িয়াখানা থেকে পালানো সাপ মিললো শপিং মলে!যুক্তরাষ্ট্রের লুইজিয়ানার একটি চিড়িয়াখানা থেকে পালিয়ে যায় ১২ ফুট লম্বা একটি অজগর সাপ। দুই দিন ধরে খোঁজার পর একটি শপিং মলে পাওয়া যায় সাপটি। গত সোমবার সন্ধ্যায় ব্লু জু অ্যকুয়েরিয়ামের নিজরে খাঁচা থেকে হারিয়ে যায় কারা নামের সাপটি। দুই দিন চিড়িয়াখানাটি বন্ধ রেখে কর্মীরা খুঁজতে শুরু করে সাপটি।

সম্প্রতি মল অব লুইজিয়ানায় খোলা হয়েছে ব্লু জু অ্যাকুয়েরিয়াম। সেখান থেকে সাপটি হারিয়ে যাওয়ার পর বিশেষজ্ঞ ও কর্মীদের সমন্বয়ে গড়া একটি দল মঙ্গলবার রাতভর তল্লাশি চালায়। কিন্তু সেদিনও মেলেনি তার সন্ধান। বুধবারও চিড়িয়াখানা বন্ধ রেখে শুরু হয় তল্লাশি।

বৃহস্পতিবার ভোরে অবশেষে ধরা পড়ে কারা। ব্লু জু অ্যাকুয়েরিয়ামের প্রধান মার্কেটিং অফিসার রোন্ডা সোয়ানসন বলেন, সাপটিকে ছাদ সংলগ্ন দেয়ালের সিলিংয়ে পাওয়া যায়। সেখানে সামান্য একটু জায়গার মধ্যে কুন্ডলি পাকিয়ে ছিলো এটি।

সাপটি ধরা পড়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছে কর্তৃপক্ষ। ফেসবুক পোস্টে বলা হয়েছে, সাপটি নিরাপদ ও স্বাস্থ্যবান রয়েছে।

কারা নামের সাপটি একটি আলবিনো বার্মিজ পাইথন। এর তত্ত্বাবধায়ক ভিক্টোরিয়া সাপটিকে শান্ত এবং উৎসুক প্রাণী বলে আখ্যায়িত করেছেন। তিনি জানান, স্থানীয় সময় ভোর পোনে চারটার দিকে তিনি জানতে পারেন কারাকে তার খাঁচায় পাওয়া যাচ্ছে না।

ভিক্টোরিয়া বলেন, ‘ভাবতে পারিনি যে সাপটি এতো দ্রুত নড়তে পারবে যে চিড়িয়াখানার বাইরে চলে যাবে। যখন তাকে পাওয়া যায়, তার কিছুক্ষণ আগে চলে গেছিলাম। খবর পেয়েই ফিরে আসি।’