ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
দেবিদ্বারে প্রধানমন্ত্রীর খাদ্য সহায়তা বাড়ি বাড়ি পৌঁছে দিলেন এসিল্যান্ড
শাহিন আলম
Published : Saturday, 10 July, 2021 at 6:18 PM
দেবিদ্বারে প্রধানমন্ত্রীর খাদ্য সহায়তা বাড়ি বাড়ি পৌঁছে দিলেন এসিল্যান্ডকুমিল্লার দেবিদ্বারে রাতের আধাঁরে অসহায় ছিন্নমূল পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর খাদ্য পৌঁছে দিয়েছেন সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ গিয়াস উদ্দীন। শুক্রবার রাতে পৌরসভার ১ নং ওয়ার্ড রাজাখারচর এলাকার প্রায় ৫০টি পরিবারের মাঝে চাল, ডাল, তেল, লবন আলুসহ নিত্যপ্রয়োজনী খাদ্য সামগ্রী পৌছে দেন। 
এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প পরিচালক মো. গোলাম মাওলা, পৌর কর আদায়কারী মো. রাকিবুল ইসলাম, কাউন্সিলর মো. আবদুল কাদেরসহ স্থানীয় বাসিন্দারা। 
এসময় এসিল্যান্ড মোহাম্মদ গিয়াস উদ্দীন প্রতিটি পরিবারের খোঁজ-খবর নেন এবং তাদের করোনা সম্পর্কে সচেতন করে সরকারি বিধিনিষেধ মেনে চলার জন্য বলেন। এসিল্যান্ড মোহাম্মদ গিয়াস উদ্দীন সাংবাদিকদের বলেন, করোনার এ সংকটকালে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার খাদ্য সহায়তা পৌছে দিচ্ছি।  মাননীয় প্রধানমন্ত্রীর দীর্ঘ আয়ু ও সুস্থতা কামনা করে দোয়া করার অনুরোধ জানিয়ে তিনি উপকারভোগীদের বলেন,  আপনাদের যে কোন সমস্যা  উপজেলা প্রশাসনকে জানাবেন আমরা  চেষ্টা করবো তা সমাধান করতে। অসহায় একটি পরিবারও মাননীয় প্রধানমন্ত্রীর খাদ্য সহায়তা থেকে বাদ পড়বে না। 
কাউন্সিলর আবদুল কাদের বলেন, আমরা নিয়মিত মাননীয় প্রধানমন্ত্রীর দেওয়া খাদ্য সহায়তা সকল খেটে খাওয়া কর্মহীন মানুষের ঘরে ঘরে  পৌছে দিচ্ছি।। এছাড়াও ভিজিএফ, ভিজিডি, ওএমএস সহ অন্যান্য খাদ্য সহায়তাও দিচ্ছি। এরপরও  কেউ কোন ভাবে খাদ্য সামগ্রী না পেলে  আমাকে জানাবেন সরকারি বরাদ্দ না থাকলেও আমার ব্যক্তিগত পক্ষ থেকে হলেও আপনাদের খাদ্যের ব্যবস্থা করবো।