ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
উচ্চ শিক্ষার গুণগতমান নিশ্চিত করণে ব্রিটানিয়া বিশ্ববিদ্যালয়ে দুই দিন ব্যাপী অনলাইন ভিত্তিক কর্মশালা
Published : Sunday, 11 July, 2021 at 12:00 AM, Update: 11.07.2021 1:15:01 AM
উচ্চ শিক্ষার গুণগতমান নিশ্চিত করণে ব্রিটানিয়া বিশ্ববিদ্যালয়ে দুই দিন ব্যাপী অনলাইন ভিত্তিক কর্মশালাব্রিটানিয়া বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি কর্তৃক অনলাইন মাধ্যম গুগল মিট-এ "বাস্তব ভিত্তিক পাঠ্যক্রম" শীর্ষক দুই দিন ব্যাপী কর্মশালার আয়োজন করা হয় গত ০৫/০৭/২০২১ এবং ৬/০৭/২০২১ ইং তারিখে। উক্ত সেমিনারে উপস্থিত ছিলেন ব্রিটানিয়া বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ডঃ সুরজিৎ সর্ববিদ্যা, ডঃ মিলন হোসেন, পরিচালক, আইকিউএসি ও স্কুল অব ল' এর ডীন ও চেয়ারম্যান,
ইংরেজি বিভাগের চেয়ারম্যান জনাব তারিকুল আলম, সিএসই বিভাগের চেয়ারম্যান জনাব মোজাম্মেল হকসহ বিভিন্ন বিভাগের শিক্ষক , শিক্ষিকা ও প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ। কর্মশালার দ্বিতীয় দিনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ডঃমো. আশরাফুল আলম, ন্যাশনাল কোয়ালিটি এসিউরেন্স এক্সপার্ট, ইউজিসি ও সাবেকপরিচালক, আইকিউএসি, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
উক্ত কর্ম শালার প্রথম ও দ্বিতীয় দিনে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ভারপ্রাপ্ত উপাচার্য ডঃ সুরজিৎ সর্ববিদ্যা। দুই দিন ব্যাপী কর্মশালায় সূচনা বক্তব্য প্রদান করেন ব্রিটানিয়া বিশ্ববিদ্যালয়ের আইকিউএসির পরিচালক ডঃ মিলন হোসেন। তার সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বাস্তব ভিত্তিক পাঠ্যক্রমের গুরুত্ব এবং বাংলাদেশ এক্রেডিটেশন কাউন্সিল কর্তৃক স্বীকৃতি পাওয়ার লক্ষে বাস্তব ভিত্তিক পাঠ্যক্রম বিকাশের প্রয়োজনীয়তা এবং সকল বিভাগ কে বাস্তব ভিত্তিক পাঠ্যক্রম প্রণয়নের আহবান জানিয়ে গুণগতমান সম্পন্ন উচ্চশিক্ষা নিশ্চিত করণে বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি বদ্ধ পরিকর –এ ব্যাপারে আলোকপাত করেন।কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের সম্মানিত রেজিস্ট্রার ডঃএস.জে.আনোয়ার জাহিদ স্বাগত বক্তব্য রাখেন।
কর্মশালার প্রথমদিনে ব্রিটানিয়া বিশ্ববিদ্যালয় আইকিউএসি সহকারী পরিচালক জনাবা তানজিলা তামান্না
“ বাস্তব ভিত্তিক পাঠ্যক্রম ” শিরোনামে একটি প্রবন্ধ উপস্থাপন করেন। উক্ত প্রবন্ধ উপস্থাপনা শেষে সভায় উপস্থিত ইংরেজি বিভাগের চেয়ারম্যান জনাব তারিকুল আলম, সিএসই বিভাগের চেয়ারম্যান জনাব মোজাম্মেল হকএবংআইন বিভাগের প্রভাষক ও প্রধান, ল-পিসেক আসমা আক্তার বাস্তব ভিত্তিক পাঠ্যক্রমের বিভিন্ন উপাদান নিয়ে মত বিনিময় করেন।
কর্মশালার দ্বিতীয় দিনে প্রধান বক্তা প্রফেসর ডঃ মো. আশরাফুল আলম, ন্যাশনাল কোয়ালিটি এসিউরেন্স এক্সপার্ট, ইউজিসি ও সাবেক পরিচালক, আইকিউএসি, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বাস্তব ভিত্তিক পাঠ্যক্রমের বিভিন্ন উপাদান নিয়ে আলোচনাকরেন। পাঠ্যক্রম বিকাশের জন্য কীভাবে ভবিষ্যতে আইকিউএসি ও পিওই এক সাথে কাজ করবে সে সম্পর্কে কয়েকটি গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দেন, সেই সাথে পিএলও, সিএলও ইত্যাদি বিন্যাসের কৌশল নিয়েও আলোচনা করেন। অবশেষে তিনি বাস্তব ভিত্তিক পাঠ্যক্রমের খসড়া প্রণয়নের উদ্যোগ গ্রহণের জন্য পরিচালক, আইকিউএসি, বিইউ কে অভিন্দন জানিয়েছেন। প্রফেসর ডঃ মো.আশরাফুল আলম আলোচনা শেষে প্রশ্নোত্তর পর্বে সভায় উপস্থিত সম্মানিত শিক্ষক বৃন্দের বিভিন্ন গুরুত্ব পূর্ণ প্রশ্নের উত্তর প্রদান করেন। কর্মশালায় উপস্থিত অন্যান্য বিভাগের প্রধানগনও শিক্ষক ও শিক্ষিকাবৃন্দ ও বিই, বিনকিউএফ, পাঠ্যক্রম, বাস্তব ভিত্তিক পাঠ্যক্রমের উপাদান প্রভৃতি বিষয়ে আলোচনা করেন।
ব্রিটানিয়া বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ভারপ্রাপ্ত উপাচার্য ডঃ সুরজিৎ সর্ববিদ্যা তার সমাপণী বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি এর কার্যক্রম এর উপর সন্তোষ প্রকাশ করেন এবং গুনগত শিক্ষার মান নিশ্চিত করণে বাস্তব ভিত্তিক পাঠ্যক্রম বিন্যাসেও এর কার্যক্রম আরো ত্বরান্বিত করতে প্রয়োজনীয় কর্মশালার আয়োজন, প্রভৃতি বিষয়ে তার পরিকল্পনার কথা তুলে ধরেন এবং সেই সাথে প্রধান বক্তা প্রফেসর ডঃ মো. আশরাফুল আলমের অনন্য উপস্থাপনার জন্য ধন্যবাদ জানান। তিনি উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষনা করেন ।