ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কম পরীক্ষাতেও বেশি রোগী
Published : Sunday, 11 July, 2021 at 12:00 AM
গত ২৪ ঘণ্টায় করোনাতে নতুন করে ৮ হাজার ৭৭২ জন সংক্রমিত হয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। শনিবার (১০ জুলাই) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। নতুন করে শনাক্ত হওয়া ৮ হাজার ৭৭২ জন তার আগের ২৪ ঘণ্টার চেয়ে কম। গতকাল ( ৯ জুলাই) স্বাস্থ্য অধিদফতর ১১ হাজার ৩২৪ জন রোগী একদিনে শনাক্ত হবার কথা জানিয়েছিল।
তবে রোগী শনাক্ত কম হলেও তার মূল কার গতকাল ( ৯ জুলাই) শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন থাকায় নমুনা পরীক্ষা হয়েছেও কম।
গতকাল ৩৬ হাজার ৫৮৬টি পরীক্ষা হলেও গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা পরীক্ষা হয়েছে মাত্র ২৭ হাজার ৮৮৪টি।
তবে শঙ্কার কথা হচ্ছে, শনাক্ত হওয়া রোগী সংখ্যা দীর্ঘ ৫ দিন পর দৈনিক শনাক্ত হওয়া ১১ হাজার রোগী থেকে কমে আট হাজারে এলেও শনাক্তের হার রয়েছে ঊর্ধ্বমূখী।
স্বাস্থ্য অধিদফতর জানাচ্ছে, গত ২৪ ঘণ্টায় করোনাতে রোগী শনাক্তের হার ৩১ দশমিক ৪৬ শতাংশ আর তার আগের ২৪ ঘণ্টায় ৩৬ হাজার ৫৮৬টি পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ছিল ৩০ দশমিক ৯৫ শতাংশ।