ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ঝিনাইদহে করোনা ও উপসর্গে নিয়ে আরও ৭ জনের মৃত্যু
Published : Sunday, 11 July, 2021 at 12:15 PM
ঝিনাইদহে করোনা ও উপসর্গে নিয়ে আরও ৭ জনের মৃত্যুঝিনাইদহে দিন দিন করোনার সংক্রমণে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়ছে। গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও একই সময়ে জেলায় নতুন করে আরও ১৪৭ জনের করোনা শনাক্ত হয়েছেন।

আজ রবিবার জেলা সিভিল সার্জন ডা. সেলিনা বেগম এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় করোনায় আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু হয়। এছাড়াও চিকিৎসাধীন অবস্থায় উপসর্গ নিয়ে মারা গেছেন আরও ৪ জন। বর্তমানে হাসপাতালে ভর্তি আছে ৮২ জন করোনা রোগী।
এদিকে জেলায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন আরও ১৪৭ জন। ৩৪৬ জনের নমুনা পরীক্ষা করে এ ফল এসেছে। পরীক্ষা বিবেচনায় আক্রান্তের হার ৪২ দশমিক ৪৮ শতাংশ। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৫ হাজার ৬৬০ জনে।

সরকারি হিসেবে এ পর্যন্ত মৃত্যু হয়েছে ১৩৫ জনের। ৬টি উপজেলা সদরে ৯৬, শৈলকূপায় ১৫, কালীগঞ্জে ১০, কোটচাঁদপুরে ৩, হরিনাকুণ্ডুতে ৬ ও মহেশপুরে ৫ জন। সবচেয়ে সদরে মৃত্যু হয়েছে বেশি।