ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ইংল্যান্ডের তৃতীয় সারির দলের কাছে সিরিজ হারল পাকিস্তান (ভিডিও)
Published : Sunday, 11 July, 2021 at 2:09 PM
ইংল্যান্ডের তৃতীয় সারির দলের কাছে সিরিজ হারল পাকিস্তান (ভিডিও)করোনার কারণে মূল দলের পাঁচজনই নেই। তবু তো খেলতে হবে সিরিজ।

আর পাঁচজনের অভিষেক ঘটিয়ে তৃতীয় সারির দল নিয়েই বাবর আজমের পাকিস্তানকে উড়িয়ে দিল ইংল্যান্ড।

টানা দুই ম্যাচে হেরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ হার নিশ্চিত করে ফেলল পাকিস্তান।

লর্ডসে শনিবার দ্বিতীয় ম্যাচেও ব্যর্থ হয়েছেন বাবর আজম ও ইমাম-উল হক।

টস জিতে পাকিস্তান প্রথমে ব্যাট করতে আমন্ত্রণ জানায় ইংল্যান্ডকে।

 ওপেনার ফিল সল্ট ও জেমস ভিনসের ফিফটিতে ৪৫.২ ওভারে ২৪৭ রানে অলআউট হয় ইংল্যান্ড।

২৪৮ রানের তাড়ায় ইংলিশ বোলারদের তোপে ২০০ রানও ছাড়াতে পারেনি পাকিস্তান। ৪১ ওভারে টেনেটুনে ১৯৫ রানে গুটিয়ে যায় বাবর আজমের দল।

ফলে দ্বিতীয় ওয়ানডে ৫২ রানে জিতে নিল ইংল্যান্ড।

পাকিস্তান একসময় ১১৮ রানে ৭ উইকেট হারিয়ে বসে। সেখান থেকে দলকে দুশর কাছাকাছি নিয়ে যান ক্যারিয়ারের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে মাঠে নামা শাকিল। তিনি দলের হয়ে সর্বোচ্চ ৫৬ রান করেন।

শুরুতেই গ্রেগরির বলে ১ রানে আউট হন ওপেনার ইমাম-উল হক।  মাত্র ১০ রানে ফখর জামান ফেরেন ওভারটনের বলে।

প্রথম ম্যাচে খাতা খুলতে না পারা বাবর আজম শুরুটা ভালোই করেছিলেন। কিন্তু ইনিংস দীর্ঘ করতে পারেননি। ১৯ রানে সেই শাকিব মাহমুদের বলে এলবিডব্লিউ হন।

এর পর মোহাম্মদ রিজওয়ান ৫, শাদব খান ২১, শোয়েব মাকসুদ ১৯, ফাহিম আশরাফ ১ ও হারিস রউফ ১ রান করলে ১১৮ রানে ৭ উইকেট হারিয়ে ফেলে পাকিস্তান।

হাসান আলির ব্যাট থেকে এসেছে দ্বিতীয় সর্বোচ্চ রান ৩১। শাহীন আফ্রিদি নটআউট থাকেন ১৮ রান করে।

এর আগে ব্যাট করে ফিল সল্ট ৬০, জেমস ভিনস ৫৬, লুইস গ্রেগরি ৪০, ব্রাইডন কার্স ৩১ ও বেন স্টোকস ২২ রান করেন।

বল হাতেও উজ্জ্বল ছিলেন হাসান আলি। ৫১ রানে ৫ উইকেট শিকার করেছেন। ২টি উইকেট পেয়েছেন হারিস রউফ। একটি করে উইকেট তুলেছেন শাহীন আফ্রিদি, শাদাব খান ও সউদ শাকিল।

ম্যাচ হাইলাইটস দেখুন—