ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
নিষেধাজ্ঞা অমান্য করে সাগরে মাছ ধরতে গিয়ে ২৫ রোহিঙ্গা ধরা
Published : Sunday, 11 July, 2021 at 2:23 PM
নিষেধাজ্ঞা অমান্য করে সাগরে মাছ ধরতে গিয়ে ২৫ রোহিঙ্গা ধরাএকদিকে কঠোর বিধিনিষেধ চলছে, অন্যদিকে সাগরে মাছ ধরায় নিষেধাজ্ঞা চলছে। এসব নির্দেশনা অমান্য করে সাগরে মাছ ধরতে গিয়ে সেনাবাহিনী ও পুলিশের হাতে আটক হয়েছে ২৫ রোহিঙ্গা। এমন ভুল আর না করার শর্তে তাদের ক্যাম্পে ফেরত পাঠানো হয়েছে।

রোববার (১১ জুলাই) দুপুরে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (১৬-এপিবিএন) অধিনায়ক (এসপি) মো. তারিকুল ইসলাম তারিক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিবাগত রাতে শামলাপুর ২৩ নম্বর উত্তর ও দক্ষিণ ঘাট এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন ক্যাম্পের ২৫ রোহিঙ্গাকে আটক করা হয়। লকডাউন ও সাগরে নামতে নিষেধাজ্ঞা থাকায় পরবর্তী সময়ে আর সাগরে না যাওয়ার নির্দেশনা দিয়ে তাদের ক্যাম্পে ফেরত পাঠানো হয়। পরবর্তী সময়ে তাদের আবার পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

তারিকুল ইসলাম আরও জানান, শামালপুরের দুই ঘাটের সভাপতি ও সাধারণ সম্পাদককে রোহিঙ্গাদের নৌকায় না তুলতে নির্দেশনা দেয়া হয়েছে। নির্দেশনা না মানলে তাদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে সতর্ক করে দেয়া হয়েছে।