জর্ডানের রাজা দ্বিতীয় আবদুল্লাহকে শনিবার ফোন করেছেন ইসরায়েলের নতুন প্রেসিডেন্ট ইসাক হেরজগ। সেসময় তারা মধ্যপ্রাচ্যে শান্তি ফিরিয়ে আনার প্রচেষ্টার বিষয়ে আলোচনা করেছেন বলে জর্ডানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা পেট্রা নিউজ এজেন্সির এক প্রতিবেদনে নিশ্চিত করা হয়েছে। খবর এএফপির।
এক প্রতিবেদনে বলা হয়েছে, দ্বি-রাষ্ট্রীয় সমাধানের ভিত্তিতে ইসরায়েল এবং ফিলিস্তিনিদের মধ্যে ন্যায়বিচার এবং ব্যাপক শান্তি প্রতিষ্ঠার বিষয়ে কাজ করার গুরুত্বের ওপর জোর দিয়েছেন রাজা দ্বিতীয় আবদুল্লাহ।
জর্ডানের এক কোটি মানুষের মধ্যে অর্ধেকের বেশি মানুষের ফিলিস্তিনের প্রতি সমর্থন রয়েছে। এমন একটি দেশের রাজা হিসেবে দ্বিতীয় আবদুল্লাহ ইসরায়েলি প্রেসিডেন্টকে বলেছেন, ওই অঞ্চলে দীর্ঘস্থায়ী শান্তির একমাত্র পথ হলো স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র গঠন করা।
গত বুধবার ইসরায়েলের নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেন ইসাক হেরজগ। এদিকে জর্ডানের রাজার সঙ্গে টেলিফোনে আলাপের পর তিনি এক টুইট বার্তায় জানান, জর্ডানের সঙ্গে তার দেশের কৌশলগত সম্পর্কের গুরুত্বের ওপর জোর দিয়েছেন দ্বিতীয় আবদুল্লাহ।
জর্ডানের রাজার সঙ্গে আলাপের পর বিষয়ে ইসাক হেরজগ বলেন, আমি তাকে (জর্ডানের রাজা) বলেছি যে, নিজেদের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় করতে কাজ করে যাওয়ার ইচ্ছা আছে আমার।
ইসরায়েলের সঙ্গে পানি চুক্তি হওয়ার দু'দিন পরেই জর্ডানের রাজা এবং ইসরায়েলি প্রেসিডেন্টের মধ্যে ফোনে আলাপ হলো। শনিবার এক ঘোষণায় দু'দেশের পক্ষ থেকে জানানো হয়েছে যে, জর্ডানের কাছে ৫ কোটি ঘনমিটার পানি বিক্রি করবে ইসরায়েল।
হেরজগের কার্যালয় থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, দু'দেশের কূটনৈতিক সম্পর্কের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেছেন রাজা দ্বিতীয় আবদুল্লাহ। অপরদিকে, দু'দেশের মধ্যে পর্যটন ও অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করার আশা প্রকাশ করেছে ইসরায়েলি প্রেসিডেন্ট।