ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
‘ইতালিয়ান ফুটবলের পুনর্জাগরণ’
Published : Monday, 12 July, 2021 at 6:27 PM
‘ইতালিয়ান ফুটবলের পুনর্জাগরণ’লন্ডনের ওয়েম্বলিতে রোববার স্বাগতিক ইংল্যান্ডকে টাইব্রেকারে ৩-২ গোলের ব্যবধানে হারিয়ে নিজেদের দ্বিতীয় ইউরো শিরোপা জিতেছে ইতালি।  

এর আগে ১৯৬৮ সাল তথঅ ৫৩ বছর পূর্বে প্রথমবার ইউরো চ্যাম্পিয়ন হয়েছিল ইতালি। 

ইতালির এই জয়ে অনন্য অবদান রাখেন অভিজ্ঞ দুই সৈনিক কিয়েল্লিনি ও বোনুচ্চি। 

খেলা শেষে বোনুচ্চি বলেন, এটা অবশ্যই ইতালিয়ান ফুটবলের পুনর্জাগরণ। আমি নিশ্চিত, এই দল ও কোচ সামনে অনেক খবরের শিরোনাম হবেন। আমরা স্পেশাল, কারণ যেদিন আমরা একসঙ্গে হয়েছি সেদিন থেকেই বিশ্বাস রেখেছি যে আমরা পারব।

৩৬ বছর বয়সী কিয়েল্লিনি বলেন, শিরোপা জয়ের পর আমি আমার চোখের পানি ধরে রাখতে পারিনি। এই সাফল্য আমাদের প্রাপ্য। এই বয়সে আমরা আরও বেশি করে বুঝতে পারি যে এরকম একটি ট্রফি জয়ের অর্থ কী।

তিনি আরও বলেন, মে মাস থেকেই আমরা বলাবলি করছিলাম, এবার যেন আবহই কেমন জাদুকরি, বাতাসেই কিছু যেন আছে। সময়ের সঙ্গে তা বেড়েছে। এবার অন্যরকম একটা আবহ ছিল। এটা অবিশ্বাস্য যে, দিনের পর দিন একসঙ্গে কাটিয়েও আমরা পরস্পরের সংস্পর্শে ক্লান্ত হইনি।