হোক তা প্রত্যাশিত, দুর্বল প্রতিপক্ষ জিম্বাবুয়ের বিপক্ষে, তারপরও বিদেশের মাটিতে টেস্ট জয়। জয় তো জয়ই।
রোববার দুপুর গড়িয়ে বিকেল নামার আগেই ধরা দিয়েছে টেস্ট জয়। ব্রেন্ডল টেলরের জিম্বাবুইয়ান বাহিনীকে ২২০ রানে হারিয়ে সন্ধ্যার দিকে টিম হোটেলে ফিরে রাতে একটুও ঘুমোতে পারেননি মুমিনুল হক, সাইফ হাসান, সাদমান ইসলাম, এবাদত হোসেন, ইয়াসির আলী রাব্বি, নাইম হাসান ও আবু জায়েদ রাহি।
কারণ তাদের আবার দেশে ফেরার তাড়া। রোববার রাত পোহানোর আগে হারারে সময় ভোর ৪টায় টিম হোটেল থেকে বিমানবন্দরের উদ্দেশ্যে ছুটতে হয়েছে মুমিনুলদের।
হারারে থেকে টিম বাংলাদেশের দলনেতা আহমেদ সাজ্জাদুল আলম ববি জাগো নিউজকে জানিয়েছেন, রোববার ভোর ৪টায় টেস্ট অধিনায়ক মুমিনুলসহ ৭ ক্রিকেটার টিম হোটেল ছেড়ে হারারে এয়ারপোর্টের উদ্দেশ্যে যাত্রা করেছেন।
সেখান থেকে তাদের প্রথম গন্তব্য দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ। দুই থেকে আড়াই ঘন্টার বিমান ভ্রমণ শেষে জোহানেসবার্গ পৌঁছে ঘন্টা তিনেকের যাত্রা বিরতি। তারপর কাতার এয়ারওয়েজে সরাসরি দোহা হয়ে আবার ঢাকা।
সব কিছু ঠিক থাকলে আগামীকাল ১৩ জুলাই মঙ্গলবার সকাল সাড়ে ৮টা থেকে ৯টার মধ্যে রাজধানী ঢাকায় এসে পৌঁছাবেন ক্রিকেটাররা।