ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
দেবিদ্বারে ভাসমান ব্যবসায়ীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
শাহীন আলম
Published : Monday, 12 July, 2021 at 6:30 PM
দেবিদ্বারে ভাসমান ব্যবসায়ীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণকুমিল্লার দেবিদ্বারে ভাসমান ক্ষুদ্র ব্যবসায়ী এবং দোকানের কর্মচারীদের মাঝে প্রধানমন্ত্রী উপহার খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার বিকাল সাড়ে ৫টার দিকে রেয়াজ উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে প্রায় ১৩০জনের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) রাকিব হাসান। 
এসময় উপস্থিত ছিলেন, পৌরমার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি  মো. হিরন মোল্লা, সিনিয়র সহ সভাপতি মো. রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক রমর দাশ রমু, মো. হুমায়ন কবীর, পৌর যুবলীগ নেতা মো. কাজী সুমন, ছাত্রলীগ নেতা মো. বিল্লাল হোসেন এবং প্রাইভেট হাসপাতাল মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. ময়নাল হোসেন ভিপি। 
পৌরমার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি মো. হিরন মোল্লা বলেন, দোকানপাট বন্ধ থাকায় অনেক কর্মচারী ও  ভাসমানা ব্যবসায়ীদের বেচাবিক্রি বন্ধ রয়েছে। তাদের এ দুর্ভোগ লাঘবের জন্য বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। 
ইউএনও রাকিব হাসান বলেন, সারা দেশে করোনার প্রকোপে অনেক ব্যবসায়ী ঘরবন্ধী। দেবিদ্বারে কঠোর বিধিনিষেধের কারণে অনেক ভাসমান ব্যবসায়ী ও দোকানের কর্মচারীরা বেকায়দায় রয়েছে। উপজেলা প্রশাসন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ১৩০ ভাসমান ক্ষুদ্র ব্যবসায়ী এবং দোকানের কর্মচারীদের মাঝে বিতরণ করেছি।