ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
চৌদ্দগ্রামে বসবে অস্থায়ী গবাদি পশুর হাট  
Published : Tuesday, 13 July, 2021 at 12:00 AM
মজিবুর রহমান বাবলু, চৌদ্দগ্রাম ||
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার ১৩ ইউনিয়নে কঠোর বিধি নিষেধপালনের মাধ্যমে বসবে ৩৫ অস্থায়ী গবাদি পশু হাট। সোমবার দুপুরে তথ্যটি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মঞ্জুরুল হক। তবে প্রতিটি হাটে স্বাস্থ্যবিধি মানতে কঠোর বিধি নিষেধ আরোপ করা হয়েছে। প্রস্তাবিত হাটগুলো হলো; উপজেলার কাশিনগর ইউনিয়নের বসন্তপুর, দরবেশ বাজার, কাশিনগর বাজার, রানীর রাজার, জয়মঙ্গলপুর, উজিরপুর ইউনিয়নের মিয়াবাজার, কালিকাপুর ইউনিয়নের নোয়াবাজার, রাজার বাজার, ছপুয়া, মিরশান্নি, শ্রীপুর ইউনিয়নের কলাবাগান, নালঘর, চৌমুহনী, শুভপুর ইউনিয়নের কাদৈর, ঘোলপাশা ইউনিয়নের সালাম মার্কেট, যুগিরখিল(হাড়িসর্দার), বাবুচি, ধনুসাড়া, শলাকান্দি, মুন্সিরহাট ইউনিয়নের দেড়কোটা, মুন্সিরহাট বাজার, খিরণশাল, কনকাপৈত ইউনিয়নের একতা বাজার, কনকাপৈত বাজার, তারাশাইল, বাতিসা ইউনিয়নের বাতিসা, আমজাদের বাজার (কাজী মার্কেট), চিওড়া ইউনিয়নের পাতড্ডা, ধোড়করা, চিওড়া, গুনবতী ইউনিয়নের গুণবতী, জগন্নাথদিঘী ইউনিয়নের শুকচাইল, বিজয়করা, আতাকরা ও আলকরা ইউনিয়নের পদুয়া অস্থায়ী গবাদি পশুর বাজার।
এ বিষয়ে চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মঞ্জুরুল হক বলেন, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের নির্দেশনা ইজাদারকে মানতে হবে। বাজারে ইজাদার স্যানিটাইজারের ব্যবস্থা রাখতে হবে। প্রাণি সম্পদ বিভাগ, স্বাস্থ্য বিভাগ, প্রশাসনের কর্মকর্তাদের নিয়ে মনিটরিং কমিটি গঠন করা হবে। ক্রেতা ও বিক্রেতাকে অবশ্যই মাস্ক পরিধান করতে হবে। এছাড়া স্বাস্থ্যবিধি আরও নিশ্চিত করতে প্রতিটি বাজারে স্বেচ্ছাসেবক টিম গঠন করা হবে।