কুমিল্লার চান্দিনায় ডাকাতির প্রস্তুতিকালে দেশিয় অস্ত্র সহ ৪ ডাকাত কে আটক করে চান্দিনা থানা পুলিশ। মঙ্গলবার (১৩ জুলাই) ভোর রাতে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে কেরণখাল ইউনিয়নের ছয়ঘরিয়া এলাকায় ঢাকাগামী লেনে ডাকাতির প্রস্তুতিকালে তাদের আটক করা হয়। তাদের কাছ থেকে ১টি শাবল, ২ টি ছোরা, লোহার রড, হাসুয়া উদ্ধার করা হয়। আটকৃতরা হলেন- কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার সুরপুর গ্রামের মৃত বাদশা মিয়ার ছেলে আলম মিয়া (২৮), নুরমানিকচর গ্রামের ইব্রাহিম খলিল এর ছেলে মোশাররফ হোসেন (২৪), আতাপুর গ্রামের এরশাদ মিয়ার ছেলে জাকির (২৮) ও চাঁদপুর জেলার সদর উপজেলার খলিশাঢুলি গ্রামের মৃত ছিদ্দিক আলী শেখের ছেলে মো. খলিলুর রহমান (৫০)।
চান্দিনা থানার উপ-পরিদর্শক (এস আই) ইকবাল বাহার জানান, মহাসড়কে গভীর রাতে ডাকাতির প্রস্তুতি কালে গোপন সংবাদের ভিত্তিতে দেশিয় অস্ত্র সহ ৪ ডাকাত কে আটক করি। এসময় তাদের কাছ থেকে ১টি শাবল, ২ টি ছোরা, লোহার রড, হাসুয়া উদ্ধার করা হয়। এ ঘটনায় একজন পলাতক রয়েছে।
চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামস্উদ্দিন মোহাম্মদ ইলিয়াছ জানান, মঙ্গলবার দুপুরে আটক চারজনকে কুমিল্লার বিজ্ঞ আদালতের মাধ্যমে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়েছে।