ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
স্বপ্নের সেঞ্চুরি নিয়ে সাদমানের দেশে ফেরা
Published : Tuesday, 13 July, 2021 at 8:17 PM
স্বপ্নের সেঞ্চুরি নিয়ে সাদমানের দেশে ফেরাবাংলাদেশের হয়ে কেবলমাত্র সাদা পোশাকেই খেলছেন সাদমান ইসলাম। তাই এই একটি ফরম্যাট ঘিরেই তার সব স্বপ্ন। যার অভিষেক ২০১৮ সালের নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। অভিষেকে ৭৬ রানের ইনিংস খেলে নিজের যোগ্যতার প্রমাণও রাখেন তিনি। কিন্তু এর পর থেকে বেশ কিছু ম্যাচে ভালো শুরুর পর ইনিংসগুলোকে বড় করতে পারছিলেন না। অবশেষে জিম্বাবুয়েতে ক্যারিয়ারের অষ্টম ম্যাচে দেখা পেলেন তিন অঙ্কের ম্যাজিক ফিগারের। 

সাদমান ছাড়া দেশে ফিরেছেন টেস্ট অধিনায়ক মুমিনুল হক, নাজমুল হোসেন শান্ত, ইয়াসির আলি চৌধুরী, নাঈম হাসান ও সাইফ হাসান। সীমিত ওভারের দলে না থাকলেও প্রস্তুতির সহায়তার জন্য দলের সঙ্গে পেসার আবু জায়েদ চৌধুরী ও ইবাদত হোসেনকে রেখে দিয়েছে টিম ম্যানেজমেন্ট।

দেশে ফিরে ঢাকায় বিমানবন্দরে স্বপ্নের সেঞ্চুরি নিয়ে সাদমান তার প্রতিক্রিয়ায় বলেছেন, ‘সব ব্যাটসম্যানেরই তো স্বপ্ন থাকে প্রথম একশো নিয়ে। ওরকম প্রস্তুতি নিচ্ছিলাম, আশায় ছিলাম যে একদিন হবে। জিম্বাবুয়েতে সেরাটা দিতে পেরেছি, তাই ভালো একটি ফল এসেছে। দলের জন্যও ভালো হয়েছে, দল জিতেছে। জয় নিয়ে দেশে ফিরেছি।’

টেস্টে ব্যাটি-বোলিং-ফিল্ডিং তিন বিভাগেই জিম্বাবুয়েকে উড়িয়ে দিয়ে ২২০ রানে জিতেছে বাংলাদেশ। যদিও সাদমান বলছেন, জিম্বাবুয়ে কন্ডিশন মোটেও সহজ ছিল না, ‘ওদের কন্ডিশন অবশ্যই চ্যালেঞ্জিং ছিল। তবে আমরা সব সময়েই মনে করেছি যে, ওদের চেয়ে আমরা ভালো দল। আমাদের প্রস্তুতিটাও ভালো ছিল। রিয়াদ ভাই, তাসকিন, মুমিনুল ভাই- সবাই আমাদের জন্য কাজটা আরও সহজ করে দিয়েছিলেন।’