ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় গ্রেফতার ৩
Published : Wednesday, 14 July, 2021 at 8:35 PM
সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় গ্রেফতার ৩লালমনিরহাটের হাতীবান্ধায় স্থানীয় একটি দৈনিক পত্রিকার সাংবাদিকের ওপর হামলার ঘটনায় করা মামলায় তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৪ জুলাই) উপজেলার পারুলিয়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো উপজেলার বড়খাতা ইউনিয়নের বড়খাতা এলাকার আব্দুর রহমানের ছেলে তাইজুল ইসলাম (৪৫), আলী রিয়াজ বাদল (৪১) ও তাইজুল ইসলামের ছেলে মিরাজুল ইসলাম হৃদয় (২৫)। 

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, রবিবার (১১ জুলাই) উপজেলার বড়খাতা এলাকায় জমি দখল সংক্রান্ত ঘটনার তথ্য সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হন স্থানীয় পত্রিকা দৈনিক বায়ান্নর আলো’র হাতীবান্ধা প্রতিনিধি সেলিম সম্রাট। পরে আহত সম্রাটকে উদ্ধার করে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে স্থানীয়রা।

একই দিন হামলার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। ওই দিন রাতেই হাতীবান্ধা থানায় একটি মামলা করেন সাংবাদিক সেলিম সম্রাট। 

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল আলম বলেন, আসামিদের গ্রেফতার করে লালমনিরহাট আদালতে সোপর্দ করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে মামলার তদন্ত প্রতিবেদন আদালতে জমা দেওয়া হবে। 

লালমনিরহাট আদালত পুলিশের উপপরিদর্শক (এসআই) মুসা আলম বলেন, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আসামিদের সোপর্দ করা হলে তাইজুল ইসলামের জামিন নামঞ্জুর করেন আদালত। পাশাপাশি অপর দুই আসামিকে আদালত জামিন দিয়েছেন। তাইজুল ইসলামকে কারাগারে পাঠানো হয়েছে।