ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
মাছেরাও পেল ওড়ার সুযোগ! (ভিডিও)
Published : Wednesday, 14 July, 2021 at 8:41 PM
মাছেরাও পেল ওড়ার সুযোগ! (ভিডিও)ঝকঝলে নীল আকাশ, সবুজ গাছপালা- হ্রদের নীল জলরাশির উপর দিয়ে উড়ার জন্য এরচেয়ে ভালো দিন আর হতেই পারে না। তবে পাখি নয়, ইউটাহ হ্রদের নীল জলরাশির উপর থেকে আক্ষরিক অর্থেই ঠিক যেন উড়ে এসে পড়েছে হাজার হাজার মাছ। কারণ মাছগুলোকে বিমান থেকে ফেলা হয়েছে হ্রদের পানিতে।

ইউটার প্রাণী সংরক্ষণ বিভাগ সম্প্রতি দুর্গম হ্রদগুলোতে মাছের প্রজনন বৃদ্ধির উদ্যোগ নিয়েছে। সেজন্যই সেখানে অবমুক্ত করা হয়েছে ৩৫ হাজার মাছের পোনা।

তবে দুর্গম এলাকা হওয়ার হ্রদের কাছে গাড়ি নিয়ে যাওয়া সম্ভব নয়। তাই ছোট বিমানে করে মাছের পোনা এনে সেখানে ছেড়ে দেওয়া হয়েছে বলে ইউটার প্রাণী সংরক্ষণ বিভাগের মুখপাত্র ফেইথ জলি জানিয়েছেন।

এদিকে, বিমানে করে মাছের পোনা অবমুক্তের ভিডিও আলোড়ন তুলেছে ফেসবুক, ইনস্টাগ্রামসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে। লাখ লাখ মানুষ ওই ঘটনার ভিডিও দেখেছেন।