তিন
ম্যাচের ইংল্যান্ড-পাকিস্তান সিরিজ ও আয়ারল্যান্ড-দক্ষিণ আফ্রিকার মধ্যকার
দ্বিতীয় ওয়ানডের পর আইসিসি ওয়ানডে বিশ্বকাপ সুপার লিগের সর্বশেষ পয়েন্ট
টেবিলে এসেছে বেশকিছু পরিবর্তন। ৩-০ তে সিরিজ জিতে শীর্ষস্থান আরো মজবুত
করেছে ইংলিশরা। অন্যদিকে, দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ভারতকে টপকে গেছে
আয়ারল্যান্ড। তবে এখনো দুই নম্বর অবস্থান ধরে রেখেছে বাংলাদেশ।
তৃতীয় ও
শেষ ওয়ানডেতে পাকিস্তানকে ৩ উইকেটে হারিয়েছে ইংল্যান্ড। ফলে তিন ম্যাচে ৩০
পয়েন্ট অর্জন করে ৯৫ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান মজবুত করেছে ইংলিশরা। তাদের
পরেই দুইয়ে ৫০ পয়েন্ট নিয়ে আছে টাইগাররা। সমান ৪০ পয়েন্ট নিয়ে যথাক্রমে তিন
ও চারে আছে অস্ট্রেলিয়া ও পাকিস্তান।
দ্বিতীয় ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকাকে
হারিয়ে ৩৫ পয়েন্ট নিয়ে পাঁচে উঠে এসেছে আয়ারল্যান্ড। আইরিশরা টপকে গেছে
সমান ৩০ পয়েন্টে ৬,৭ ও ৮ এ অবস্থান করা নিউজিল্যান্ড, আফগানিস্তান ও
উইন্ডিজদের। ২৯ পয়েন্ট নিয়ে নবম অবস্থানে থাকা ভারতকেও ছাড়িয়ে গেছে
আইরিশরা। আয়ারল্যান্ডের কাছে হেরে নেদারল্যান্ডসের পেছনে চলে গেছে দক্ষিণ
আফ্রিকা। দশম স্থানে রয়েছে ডাচরা আর ১১ তে চলে গেছে দক্ষিণ আফ্রিকা। ১২ নম্বরে
শ্রীলঙ্কা অবস্থান করছে। আর ১০ পয়েন্ট নিয়ে তলানিতে জিম্বাবুয়ে।