চুল না কেটে কতদিন থাকতে পারেন? নিশ্চয় এর উত্তর ভিন্ন হবে। চুল বড় হলে কিছুটা কেটে হলেও যত্ন নেন কেউ কেউ। কিন্তু ইউক্রেনের এই সুন্দরী দীর্ঘ ৩০ বছর চুল না কেটেই পার করেছেন। যা তার শরীরকেও ছাড়িয়ে গেছে।
৩৫ বছর বয়সী ইউক্রেনীয় আলেনা ক্রাভচেঙ্কো। যখন পাঁচ বছর বয়সী তখনই শেষ চুল কাটেন। এরপর প্রায় তিন দশক পার করলেন চুল না কেটেই। কোন সিনেমার কাহিনি নয়, বাস্তবেই তিনি এমন নজির গড়লেন।
দীর্ঘ কেশ আর সৌন্দের্যের কারণে অনেকেই তাকে ডিজনির রাজকুমারী ডাকেন। আলেনা ক্রাভচেঙ্কো জানান, বিয়ে অথবা কোনও অনুষ্ঠানে অংশ নিলেও চুল কাটান না। এখন তার চুলের দৈর্ঘ্য ৬ দশমিক ৫ ফুট।
ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলের খবরে বলা হয়েছে, নারীর সৌন্দর্য চুলে। মায়ের কাছে পাঁচ বছর বয়সে এই কথা শোনার পর থেকে চুল কাটা বন্ধ করেন তিনি। বিশাল চুলের যত্ন নেওয়াটা অবশ্য কম ঝামেলার কাজ নয়। শুকানোর কষ্ট এড়াতে সপ্তাহে মাত্র একবার পানি লাগান চুলে। শুকাতে সময় লাগে ৪০ থেকে ৬০ মিনিট।
এই চুলের কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলেনা বেশ পরিচিত। ইনস্টাগ্রামে রয়েছে অনেক ফলোয়ার।